জাতীয় লিগে হারিয়ে গেছেন জাতীয় দলের ক্রিকেটাররা, দেখে নিন এই চিত্রটি
স্পোর্টস ডেস্ক : ৪র্থ পর্বের জাতীয় লিগ শেষ হয়েছে। শনিবার ফের শুরু হচ্ছে জাতীয় লিগ। এবারের জাতীয় লিগে দেখা মেলে ভিন্ন চিত্রের। জাতীয় দলের ক্রিকেটারদের নিস্প্রাণ দেখা যায় এই আসরে।
অন্যদিকে আসরজুড়ে তরুণদের রাজত্ব লক্ষ্য করা গেছে। সেরা বোলার ও ব্যাটসম্যানেদের তালিকায় নেই বিসিবির সাথে বিশেষ চুক্তিতে আবদ্ধ ক্রিকেটাররা। এবারের বিপিএলে অবশ্য খানিকটা হলেও এর প্রভাব পড়েছে দল বাছাইয়ের দিকে।
তবে পারফর্ম ভালো থাকলেও টিম মালিকদের নজর কাড়তে পারেননি অনেকে। জাতীয় লিগের ম্যাচের পরিসংখ্যান নিচে তুলে ধরা হলো-
ক্রিকেটার ম্যাচ রান গড় ৫০/১০০
মোসাদ্দেক হোসেন (বরিশাল) ২ ৪২৩ ১৪১.০০ ১/২
ইমতিয়াজ হোসেন (সিলেট) ৪ ৪০২ ৬৭.০০ ০/২
নাজমুল হোসেন (রাজশাহী) ৪ ৩৯৫ ৬৫.৮৩ ১/৪
মার্শাল আইযুব (ঢাকা মেট্রো) ৪ ৩৬৯ ৬১.৫০ ১/২
নূরুল হাসান (খুলনা) ৪ ৩০৮ ৬১.৬৯ ১/১
চতুর্থ রাউন্ড শেষে শীর্ষ পাঁচ বোলার
ক্রিকেটার ম্যাচ উই. গড় সেরা
সানজামুল ইসলাম (রাজশাহী) ৪ ২৮ ১৯.০৭ ১০/১৭২
মোশাররফ হোসেন (ঢাকা মেট্রো) ৪ ২৬ ২৩.০০ ৯/১৬১
মেহেদি হাসান মিরাজ (খুলনা) ৪ ২২ ১৫.৪৯ ১০/১০৩
আবদুর রাজ্জাক (খুলনা) ৪ ১৭ ৩৬.৮৮ ৮/১৭৪
তানভির হায়দার (রংপুর) ৪ ১৬ ২১.৮১ ৭/১৫৪
জাতীয় দলের ব্যাটসম্যানদের পারফরম্যান্স
ক্রিকেটার ম্যাচ রান গড় ৫০/১০০
তামিম ইকবাল (চট্টগ্রাম) ৪ ২৪০ ৬০.০০ ১/১
নাসির হোসেন (রংপুর) ৩ ২৩৪ ৩৯.০০ ২/০
এনামুল হক বিজয় (খুলনা) ৩ ২১৭ ৪৩.৪০ ০/১
সোহাগ গাজী (বরিশাল) ৪ ২০৯ ২৯.৮৫ ২/০
মাহমুদুল্লাহ রিয়াদ (ঢাকা মেট্রো) ৪ ১৪১ ২৩.৫০ ১/০
মুমিনুল হক (চট্টগ্রাম) ৩ ১৩০ ৩২.৫০ ১/০
মুশফিকুর রহীম (রাজশাহী) ৩ ১২৮ ৪২.৪৬ ১/০
ইমরুল কায়েস (খুলনা) ৪ ১০১ ১৬.৮৩ ০/০
জাতীয় দলের বোলারদের পারফরম্যান্স
ক্রিকেটার ম্যাচ উই. গড় সেরা
সোহাগ গাজী (বরিশাল) ৪ ১৬ ২৪.৩১ ৮/১৩৬
মুস্তাফিজুর রহমান (খুলনা) ৩ ১২ ১৩.১৬ ৪/৪০
আরাফাত সানি (ঢাকা মেট্রো) ২ ১১ ১৭.৪৫ ৮/১২২
জুবায়ের হোসেন (চট্টগ্রাম) ১ ৭ ২৮.০০ ৭/১৯৬
শুভাগত হোম (ঢাকা) ১ ৬ ১৩.৬৬ ৬/৮২
মো. শহীদ (ঢাকা মেট্রো) ২ ৬ ২৪.৫০ ৪/৮৪
তাইজুল ইসলাম (রাজশাহী) ১ ৫ ৩২.২০ ৫/১৬১
মাহমুদুল্লাহ (ঢাকা মেট্রো) ৪ ৩ ৬০.০০ ২/৩৭ (তথ্য সূত্র : এম জমিন)
২৪ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর