দুই পাকিস্তানির বিধ্বংসী থাবায় ইংল্যান্ডের সব স্বপ্ন চুড়মার
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও ইংল্যান্ডের প্রথম টেস্টে যে লড়াইটা হয়েছিল সেটা আর নাও দেখতে পারে ক্রিকেটভক্তরা। সেদিন পাকিস্তান প্রথম ইনিংসে দাঁড় করায় রানের পাহাড়। এর জবাবে ইংলিশরা দাঁড় করিয়েছিল রানের হিমালয়।
কিন্তু দ্বিতীয় টেস্টে এর বিপরীত চিত্র। শুরুতে ব্যাট হাতে নিয়ে মোটামুটি সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। দ্বিতীয় টেস্টের শুরুতে দারুণ সূচনা করে ইংল্যান্ড। কিন্তু টেস্টের তৃতীয় দিনে সেটা ধরে রাখতে পারেনি ইংল্যান্ড।
পাকিস্তানের নতুন মেসি খ্যাত ইয়াসিরের দাপটের সাথে যোগ হয় ওয়াহাব রিয়াজের তাণ্ডব। দুই জনেই ৪ জন করে ইংলিশ ব্যাটসম্যানকে পাঠান সাজঘরে। আর এতেই শেষ ইংল্যান্ডের প্রতিরোধ গড়ে তোলার সব স্বপ্ন।
ইয়াসির ও ওয়াহাব রিয়াজের পরে অন্যদের মধ্যে ২ উইকেট পান ইমরান খান। শেষের দিতে তাসের মত ভেঙ্গে পড়ে ইংল্যান্ড শিবির। মাত্র ৩৬ রানে ৭ টি উইকেটের পতন হয় ইংল্যান্ডের।
পাকিস্তানের আচমকা ও দুর্দান্ত দাপুটে আক্রমনের মধ্যে অন্যতম হয়ে থাকবে এটি। পাকিস্তান প্রথম ইনিংসে করে ৩৭৮ রান। সেখানে ইংল্যাণ্ড গুটিয়ে যায় মাত্র ২৪২ রানে। আর প্রথম ইনিংসের সুবাধে পাকিস্তান এগিয়ে ১৩৬ রানে।
২৪ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর