রোনালদোর মহানুভবতার গল্প শুনলে চমকে উঠবেন আপনিও
স্পোর্টস ডেস্ক: আমাদের সমাজে একটি কথা প্রায় শোনা যায়। মানুষ নাকি তার স্থান থেকে একটু উপরে উঠে গেলে সে তার আগের পরিচয় দিতে কুন্ঠাবোধ করে। এমনকি তার থেকে নিচু স্তরের মানুষদেরকে আর মানুষ রুপে গণ্য করে না। কথাটি যে শত ভাগ সত্য নয় তা প্রমান মেলে ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও মেসির মত গরীব পরিবার থেকে উঠে আসা ফুটবল তারকাদের দেখে।
এই ২০১৩ সালের ঘটনা। মিয়ামিতে চেলসির সঙ্গে প্রাক মৌসুম ম্যাচ খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। হঠাৎ গ্যালারি থেকে এক ভক্ত দৌঁড়ে মাঠে ঢুকে ক্রিশ্চিয়ানোকে জড়িয়ে ধরলেন৷ মার্কিন আইনে যা আইনসিদ্ধ নয়। তাই ফ্লোরিডার আদালত সেই রোনালদো ভক্তকে জেলের আদেশ দিয়েছিলেন৷ব্যাপারটা জানতে পারেন রোনালদো।অ্যাটর্নিকে চিঠি লিখে সেই সাজা রদ করেছিলেন পর্তুগিজ তারকা।
এখানে শেষ নয় আরেকবার মহানুভবতার পরিচয় দিলেন পর্তুগিজ এই তারকা। ক’দিন আগে প্যারিস প্যারিস সেন্ট জার্মেইয়ের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ের ম্যাচে ড্র করে রিয়াল মাদ্রিদ৷
প্রিয় তারকাতে কাছ থেকে দেখতে নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে একজন ফ্যান রোনালদোর কাছে চলে আসেন এবং তাকে জড়িয়ে ধরেন। পিছন থেকে দৌঁড়ে আসেন নিরাপত্তাকর্মীরাওে। বাঁধা দিতে যান ঐ রোনালদো ভক্তকে। কিন্তু নিরাপত্তারক্ষীদের রোনালদো বলেন, ‘ আইনশৃঙ্খলা বাহিনী যাতে তার ফ্যানকে কিছু না করে৷’
২৪অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর