শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫, ০৪:৪৯:০৫

এবার ত্রিদেশীয় সিরিজ খেলবে সেই ৩ টি দেশ, সিডিউল চূড়ান্ত

এবার ত্রিদেশীয় সিরিজ খেলবে সেই ৩ টি দেশ, সিডিউল চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সাথে ক্রিদেশীয় সিরিজে অংশ নিতে বেশ আগে থেকেই এক পায়ে রাজি ছিল ওয়েস্ট ইন্ডিজে। কথা ছিল ঢাকায় বাংলাদেশ, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ক্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হবে নভেম্বরে। পরে জিম্বাবুয়ে দ্বিপাক্ষীয় সিরিজে আগ্রহ প্রকাশ করায় অন্যদিকে বিপিএলের মত আসর থাকায় আপাতত দূরে সরে যায় এই পরিকল্পনা। অন্যদিকে এ বছরের ডিসেম্বরে পাকিস্তান, ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষীয় সিরিজ নিয়ে কথা ওঠে। এই প্রসঙ্গ চূড়ান্ত করতে বৈঠকে বসলেই সৃষ্টি হয় হ্ট্টগোল। শিবসেনার হামলায় এখনও ঝুলন্ত এই সিরিজ। তবে এবার ত্রিদেশীয় সিরিজের আয়োজন করবে শক্তিধর অন্য ৩টি দেশ। এই দেশ ৩টি হলো, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ২০১৬ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় হবে এই সিরিজ। এই ৩ দেশের বিভিন্ন ম্যাচের সিডিউল উল্লেখ করা হলো। ত্রিদেশীয় সিরিজের সিডিউল জুন ৬ অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা (গায়ানা) জুন ৮ ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা (গায়ানা) জুন ১০ ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া (গায়ানা) জুন ১৩: দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া (সেন্ট কিটস) জুন ১৫: ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা (সেন্ট কিটস) জুন ১৭: ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া (সেন্ট কিটস) জুন ২০: অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা (বার্বাডোজ) জুন ২২: ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা (বার্বাডোজ) জুন ২৪: ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া (বার্বাডোজ) জুন ২৬: ফাইনাল (পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল) (বার্বাডোজ) ২৪ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে