শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫, ০৫:১১:১৭

মুশফিক-আফ্রিদিদের দলে ভিড়াতে পেরে বেজায় খুশি সিলেট ফ্র্যাঞ্জাইজি

মুশফিক-আফ্রিদিদের দলে ভিড়াতে পেরে বেজায় খুশি সিলেট ফ্র্যাঞ্জাইজি

স্পোর্টস ডেস্ক: এবার সিলেট সুপার স্টার ফ্র্যাঞ্চাইজি কিনে নিয়েছে আলিফ গ্রুপ। যারা প্রথম দুটি আসরে বরিশাল বার্নার্সের মালিক ছিলেন। তাই স্বাভাবিক ভাবে সিলেট সুপারস্টার অভিজ্ঞতা সম্পন্ন একটি দল। এবার সিলেট সুপারস্টার দলে ভিড়িয়েছেন শহীদ আফ্রিদি (পাকিস্তান), রবি বোপারা (ইংল্যান্ড), ক্রিস জর্ডান (ইংল্যান্ড), অজন্তা মেন্ডিস (শ্রীলঙ্কা), জশুয়া কব (ইংল্যান্ড), সোহেল তানভীর (পাকিস্তান), ব্র্যাড হজ (অস্ট্রেলিয়া) এর মত নামি দামি বিদেশি খেলোয়াড়দের। এছাড়া দলে দেশি ক্রিকেটারদের মধ্যে আছেন আইকন প্লেয়ার মুশফিকুর রহিম, রুবেল হোসেন, মুমিনুল হক, আব্দুর রাজ্জাক, মোহাম্মাদ শহীদের মত অভিজ্ঞ খেলোয়াড়দের। আর এ নিয়ে আলিফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আজিমুল ইসলামও বেশ খুশি। নিলাম পরবর্তী তিনি সাংবাদিকদের জানালেন, ‘প্রত্যাশা মতোই সিলেট সুপার স্টারসের খেলোয়াড় কিনতে পেরেছেন তারা।’ আগে থেকেই মুশফিকের মতো একজন আইকন খেলোয়াড়কে চেয়েছিলেন জানিয়ে তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা মতোই দল হয়েছে। আমরা খুবই খুশি। আমরা সব সময় মুশফিকুর রহিমের মতো একজন আইকন খেলোয়াড় চেয়েছিলাম। এটা নিয়ে আমরা সবচেয়ে বেশি সন্তুষ্ট।’ নিজের দলকে যথেষ্ট ভারসাম্যপূর্ণ বলে মনে করছেন আজিমুল ইসলাম। বোলিং-ব্যাটিং সব ইউনিট নিয়েই সন্তুষ্ট তিনি, ‘আমাদের দলটা বেশ ভারসাম্যপূর্ণ হয়েছে। আমাদের দলে বাঁহাতি স্পিনার, দেশি পেসার, খুবই ভালো মানের বিদেশি অলরাউন্ডার আছে। এছাড়া ওপেনার হিসেবে ব্র্যাড হজ দারুণ। বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক সে। সব মিলিয়ে আমরা খুবই ভারসাম্যপূর্ণ দল গড়েছি।’ ২৪অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে