শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫, ০৫:২৯:৩৭

নাইনে পড়ার বয়সে খেলেছিলেন টেস্ট ম্যাচ, যা আজও রেকর্ড

নাইনে পড়ার বয়সে খেলেছিলেন টেস্ট ম্যাচ, যা আজও রেকর্ড

স্পোর্টস ডেস্ক : জাতীয় টিমে অভিষেকেই রেকর্ড গড়েন এই ক্রিকেটার। ২০০৩ সালের আজকের দিনে (২৪ অক্টোবর) হাসান রাজার বয়স ছিল মাত্র ১৪ বছর ২২৭ দিন। হাসান রাজার টেস্ট অভিষেকের দিনে তাকে নিয়ে বিশ্বমিডিয়ায় হয় বেশ আলোচনা। ভারতীয় মিডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, এই বয়সে ক্লাশ নাইনের বেশি উপরে পড়ে না, আমার আপনার কোনও পরিচিত মানুষ। ক্রিকেট ইতিহাসে সব থেকে কম বয়সে অভিষেক হওয়ার রেকর্ডটা আজকের দিনেই! ক্রিকেটারের নাম হাসান রাজা আর দেশ তার পাকিস্তান। জিম্বাবুয়ের বিরুদ্ধে ২০০৩ সালের ২৪ অক্টোবর টেস্ট অভিষেক হয় ডানহাতি এই ব্যাটসম্যানের। ক্রিকেট বিশ্বে সবচেয়ে কম বয়সে টেস্ট খেলার রেকর্ডটি এখনো তার দখলে। এই দিনে আইসিসিও স্বরণ করেছে হাসান রাজাকে। হাসান রাজা ৭টি টেস্ট খেলেন। কিন্তু টেস্ট ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে তার। পিসিবিও কিছু করতে পারেননি। অল্প বয়সে ক্রিকেটে আসাই যেন তার কীর্তি। এর পরে উল্লেখ করার মত কোনো অর্জন নেই তার ঝুলিতে। ২৪ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে