বিপিএল খেলতে পেরে উচ্ছ্বসিত আমির
স্পোর্টস ডেস্ক: ফিক্সিং কেলেঙ্কারিতে ক্রিকেট থেকে ছিটকে যাওয়া পাকিস্তানের তারকা বোলার মোহাম্মদ আমির আবারো ফিরেছেন ক্রিকেটে। পাকিস্তানে বছরখানেকের মতো ঘরোয়া ক্রিকেট খেলার পর এবার তাঁকে দেখা যাবে জমজমাট বাংলাদেশ প্রিমিয়ার লীগ- বিপিএলে।
বিপিএলে এবারই প্রথম খেলতে যাচ্ছেন মোহাম্মদ আমির। নিষেধাজ্ঞা কাটিয়ে উঠার পর বিদেশি কোনো দলের হয়ে এটি এই পেসারের প্রথম ম্যাচ। বৃহস্পতিবার তৃতীয় বিপিএলের নিলামে আমিরকে কিনে নেয় চট্টগ্রাম ভাইকিংস।
চট্টগ্রাম ভাইকিংসের হয়ে খেলতে পারবেন বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মোহাম্মদ আমির। বাংলাদেশের সমর্থকদের মন জয় করে নিতে নিজেকে শতভাগ উজাড় করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি আমির কৃতজ্ঞতা জানিয়েছেন চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির প্রতি, ‘আমাকে বেছে নেয়ায় চিটাগাং ভাইকিংসের প্রতি আমি কৃতজ্ঞ। বাংলাদেশের ভক্তদের মন জয় করতে দলটির পক্ষে ভালো পারফরমেন্স করতে আমি আমার শতভাগ উজাড় করে দেব।’
নিষেধাজ্ঞা শেষ হলেও আন্তর্জাতিক ক্রিকেটে এখনও ফেরা হয়নি আমিরের। বিপিএলে ভালো করতে পারলে পাকিস্তান জাতীয় দলের দরজা আবারো খুলে যেতে পারে আমিরের জন্য। আমির নিজেও তাই প্রথম ধাপ হিসেবে দেখছেন বিপিএলকে, ‘আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার পুনর্জীবিত করতে এটাই হবে আমার প্রথম ধাপ।’
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে সম্প্রতি বেশ ঝলক দেখিয়েছেন আমির, যা তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে, ‘ঠিক এই মুহূর্তে আমি নিজের পারফরমেন্সে সত্যিকারার্থেই খুশি এবং প্রকৃত অর্থেই এটা আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।’
২৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ