ক্রিকেটে বাংলাদেশকে বিশ্বসেরা করতে অবশেষে মাঠে নামলেন সেই আশরাফুল
স্পোর্টস ডেস্ক : এবারের বিপিএলে আশরাফুল কি খেলবেন? এই প্রশ্নটি ছিল কোটি কোটি ক্রিকেটপ্রেমীদের। এর উত্তরটা হয়তো সবাই পেয়ে গেছেন বেশ আগে। জাতীয় দলের সাবেক সেরা ক্রিকেটার আশরাফুল মাঠে নামলেন ফের। আমেরিকা থেকে ফিরে দেশের সুবাতাস নিচ্ছেন টাইগার আশরাফুল। হয়তো দূর-দেশে বসেই ছক কষেছিলেন দেশের ক্রিকেট নিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে নিয়ে ইতিবাচক চিন্তা ভাবনায়। আর এরই মধ্যে দেশের ক্রিকেটের উন্নতিতে মাঠে নামলেন তিনি। ক্রিকেটে বাংলাদেশকে বিশ্বসেরা করার প্রয়াসেই নতুন তামিম-সাকিব গড়তে কিশোরগঞ্জ ছুটে যান আশরাফুল। সেখানে একটি ক্রিকেট একাডেমির উদ্বোধন করেন তিনি। এর পরেই শুরু হয় টানা দুই দিনের কর্মশালা। সাকিব-তামিমের মত তারকা হওয়ার স্বপ্নে আশরাফুলের ক্লাশে মন্ত্রমুগ্ধ ছিল শিক্ষার্থীরা। প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেয় ওই অনুষ্ঠানে। শুক্রবার আশরাফুলের সঙ্গী হয়েছিলেন, জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম হীরা, সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি ও হাসিবুল হাসান শান্ত। প্রসঙ্গত, এবারের বিপিএলে ভিআইপি দর্শক হিসাবে খেলোয়াড়দের পারফর্ম নিয়ে বিশ্লেষণ চালাবেন আশরাফুল। আর নতুন বছরের আগষ্টেই দেশের ক্রিকেটে ফিরতে পারেন তিনি। ২৪ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর