শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫, ০৭:১৬:৩৪

কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ হলো আরও এক অলরাউন্ডার

কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ হলো আরও এক অলরাউন্ডার

স্পোর্টস ডেস্ক: কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারের বিপিএল নবগত দল হলেও দল গঠনে অলরাউন্ডারদেরই বেশি প্রাধান্য দিয়েছে। আইকন হিসেবে মাশরাফিকে পাওয়া, অভিজ্ঞ বিদেশিদের দলে ভেড়ানো, দলে অলরাউন্ডারদের প্রাধান্য, সব মিলিয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারই ধারাবাহিকতায় দলটি এবার অলরাউন্ডার ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছেন ইংলিশ অলরাউন্ডার ড্যারেন স্টিভেন্সকে। অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার দৌড়ে সবার আগে মাশরাফি। গত দুই আসরে তার অধিনায়কত্বেই শিরোপা ঘরে তুলে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। অধিনায়ক হিসেবে জাতীয় দলকে সাফল্য এনে দিচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। সীমিত ওয়ারের খেলায় বল হাতে বেশ কার্যকরী ভূমিকা রাখতে পারেন মাশরাফি। মাঝেমাঝে লোয়ার অর্ডারে নেমে দারুণ ব্যাটিংও করে থাকেন। প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতি ছাড়াও নিজ উদ্যগে বেশ কয়েকজন অভিজ্ঞ বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এখন পর্যন্ত সব মিলিয়ে ৯ বিদেশিকে দলে নিশ্চিত করেছে নাফিসা কামাল। পাকিস্তানের শোয়েব মালিক টপ অর্ডারে ব্যাটিং করার পাশাপাশি স্পিন বোলিংও করে থাকেন। দলের আরেক স্পিনিং অলরাউন্ডার হলেন ক্যারিবিয়ান তারকা মারলন স্যামুয়েলস। দ্রুত গতিতে রান তোলার সাথে অফস্পিন করে থাকেন ৩৪ বছর বয়সী স্যামুয়েলস। ক্ষমতা আছে ম্যাচের চিত্র পালটে দেয়ার। স্যামুয়লসের স্বদেশি আন্দ্রে রাসেল ও ইংলিশ অলরাউন্ডার ড্যারেন স্টিভেন্স ও রয়ছে দলটিতে। কুমিল্লার ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসা হলো লিটন দাস। দলের আরেক উইকেট কীপার ব্যাটসম্যান ধীমান ঘোষ। জাতীয় দলের কায়েসও খেলবেন কুমিল্লার হয়ে। কুমিল্লার বড় অস্ত্র হলো স্পিন। মাহমুদুল হাসান ও শুভাগত হোম চৌধুরী, এ দুইজনই স্পিনার। আছে আরেক বাঁহাতি সানজামুল। ওয়েস্ট ইন্ডিজের তারকা বোলার সুনিল নারাইনও মাঠ মাতাবেন ভিক্টোরিয়ান্সের জার্সি চাপিয়ে। কিপ্টে বোলিং করে নিজেদের অনুকূলে ম্যাচ নিয়ে আসার ক্ষমতা আছে নারাইনের। এছাড়া পেস অ্যাটাকে মাশরাফির সাথে আছে ক্যারিবিয়ান বোলার সান্টোকি, লঙ্কান পেসার কুলাসেকারা ও তরুণ পেসার আবু হায়দার রনি। ২৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে