শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫, ০৭:২৬:২৪

সিলেট সুপার স্টারসও দারুণ খুশি

সিলেট সুপার স্টারসও দারুণ খুশি

স্পোর্টস ডেস্ক: প্রত্যাশা অনুযায়ি খেলোয়াড়দের দলে ভিড়াতে পেরে দারুণ খুশি চা বাগানে ঘেরা এলাকার দল সিলেট স্টারস। তবে ভালো ক্রিকেটার নিজের দলে ভিড়াতে সিলেট সুপার স্টারস-এর বিপিএল অভিজ্ঞতাও কিন্তু নেহাত কম নয়। দলটির ফ্র্যাঞ্চাইজি আলিফ গ্রুপ প্রথম দুটি আসরে ছিল অন্যতম নজরকারা দল বরিশাল বার্নার্সের মালিক। বিপিএলের হালচাল তাই ভালোই জানা আছে তাঁদের। বৃহস্পতিবার লটারি শেষে আলিফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আজিমুল ইসলাম জানালেন, প্রত্যাশা মতোই সিলেট সুপার স্টারসের খেলোয়াড় কিনতে পেরেছেন তাঁরা। মুশফিকের মতো একজন আইকন খেলোয়াড়কে চেয়েছিলেন জানিয়ে তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা মতোই দল হয়েছে। আমরা খুবই খুশি। আমরা সব সময় মুশফিকুর রহিমের মতো একজন আইকন খেলোয়াড় চেয়েছিলাম। এটা নিয়ে আমরা সবচেয়ে বেশি সন্তুষ্ট।’ নিজের দলকে যথেষ্ট ভারসাম্যপূর্ণ বলে মনে করছেন আজিমুল ইসলাম। বোলিং-ব্যাটিং সব ইউনিট নিয়েই সন্তুষ্ট তিনি, ‘আমাদের দলটা বেশ ভারসাম্যপূর্ণ হয়েছে। আমাদের দলে বাঁহাতি স্পিনার, দেশি পেসার, খুবই ভালো মানের বিদেশি অলরাউন্ডার আছে। এছাড়া ওপেনার হিসেবে ব্র্যাড হজ দারুণ। বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক সে। সব মিলিয়ে আমরা খুবই ভারসাম্যপূর্ণ দল গড়েছি।’ বরিশালের ফ্র্যাঞ্চাইজি হওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও সাড়া না পাওয়ায় সিলেটকে বেছে নিতে হয়েছে। তবে সিলেটের ক্রিকেটপ্রেমি মানুষের প্রশংসা করে আজিমুল ইসলাম নতুন স্বপ্ন দেখলেন, ‘দল নিয়ে সিলেটের সাথে আমরা খুশি। সিলেটের মানুষ ক্রিকেট ভালোবাসে। আশা করি ভবিষ্যতে সিলেট নিয়ে আমরা খুবই ভালো ফ্র্যাঞ্চাইজি গড়তে পারব।’ ২৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে