শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫, ০৮:০১:১৪

দায়িত্ব নিয়েই ইনজামামের অবিশ্বাসও চমক!

দায়িত্ব নিয়েই ইনজামামের অবিশ্বাসও চমক!

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের তারকা ব্যাটসম্যান ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আরও কয়েক বছর আগে। অবসরের পর থেকেই তিনি তাবলিগ জামায়াতে যোগ দিয়ে ইসলামের পতাকা তলে আসার জন্য দাওয়াতে ব্যস্ত ছিলেন। তবে তিনি সম্প্রতি আফগানিস্তান ক্রিকেট দলের কোচ হয়েছেন। যুদ্ধ বিধ্বস্ত এই দলটির দায়িত্ব নিয়েই অনেকটাই বদলে দিয়েছেন তিনি। কারণ আফগানিস্তান এবারই প্রথম কোন সিরিজ জয়ের সামনে দাঁড়াতে পেরেছে। সেটিও আবার জিম্বাবুয়েকে জিম্বাবুয়ের মাটিতে হারিয়ে! আজ জিম্বাবুয়ের বিপক্ষে জিতে গেলে আফগান ক্রিকেট রূপকথায় চিরদিনের জন্য জড়িয়ে যাবে ইনজামামের নাম। হোক না জিম্বাবুয়ে এখন ক্ষয়িষ্ণু এক শক্তি, কিন্তু টেস্ট খেলুড়ে দেশ তো। ‘কোচ ইনজামামে’রও জন্যও প্রথম অ্যাসাইনমেন্টের সিরিজ জয়ও হবে বড় অর্জন, সেটিও কিন্তু ডেভ হোয়াটমোরের মতো কোচের সঙ্গে টক্কর দিয়ে। কোচিং ক্যারিয়ারে এই প্রথম কোনো জাতীয় দলের পুরো দায়িত্ব নিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। সেটিও মাত্র ২৫ দিনের জন্য! জিম্বাবুয়ে সফরটা শেষ হলেই আফগানিস্তানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ ‘ইনজি’র। অবশ্য আফগানিস্তান তাঁকে ছাড়লে তো! চতুর্থ ওয়ানডে পর্যন্ত সিরিজটা ২-২ সমতায়। আজকের ম্যাচেও ভালো অবস্থানে আফগানরা। জিম্বাবুয়ের সামনে ছুড়ে দিয়েছে ২৪৬ রানের লক্ষ্য। ৩৪ ওভারে জিম্বাবুয়ের রান ৬ উইকেটে ১৩১। এর আগে বিভিন্ন দলে টুকটাক কোচিংয়ের অভিজ্ঞতা ছিল। তবে সেটা কোচিংয়ের বায়োডাটাতে ঠিক ‘ভারিক্কি’ ভাব এনে দেয়নি। নিষিদ্ধ ইন্ডিয়ান সুপার লিগে হায়দরাবাদ হিরোজের কোচ, কিংবা ২০১৩ ভারত সফরের আগে কিছুদিন পাকিস্তানের ব্যাটিং কোচ—এই পরিচয়গুলো ইনজি নিজেও দেবেন বলে মনে হয় না। ক্রিকেটের পার্শ্বচরিত্র নয়, ইনজি যে সব সময়ই চেয়েছেন মঞ্চের কেন্দ্রে থাকতে। আফগানিস্তানের দায়িত্বটা তাই ইনজামামের নিজের জন্যও ছিল বড় মঞ্চে নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ। ২৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে