শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫, ০৮:৫৬:১২

ওসমান খাজার ব্যাটিং তাণ্ডবে অস্ট্রেলিয়ার রান পাহাড়

ওসমান খাজার ব্যাটিং তাণ্ডবে অস্ট্রেলিয়ার রান পাহাড়

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে ক’দিন বাদেই শুরু হবে সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। তাই মূল সিরিজ শুরু আগে অস্ট্রেলিয়া ক্রিকেট একাদশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলছে নিউজিল্যান্ড। আর এই ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের ব্যাটসম্যান উসমান খাজা দেখিয়েছেন ব্যাটিং তাণ্ডব। প্রথম দিনের খেলা শেষে উসমান খাজার অপারাজিত ১১১ রানের উপর ভর করে অস্ট্রেলিয়া একাদশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩২৫ রান। এদিন ক্যানবেরার মানুকা ওভাল স্টেডিয়ামে ট্রসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। দুই অপেনার বার্নক্রপ্ট ও বুরান্স শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকে। ফল সরূপ উদ্বোধনী জুটি থেকেই আসে মূলবান ১০৭ রান। ব্যক্তিগত ৪২ রান করে বার্নক্রপ্ট আউট হলেও পরের ব্যাটসম্যান উসমান খাজা বার্নসের দায়িত্বশীল ব্যাটিং দলকে শক্ত ভিত গড়ে দেয়। দলীয় ১৭৪ রানের মাথায় বার্নস স্বেচ্ছায় মাঠ ছাড়ার আগে অবশ্য তুলে নিয়েছেন সেঞ্চুরি (১০২)। এরপর উসমান খাজার সঙ্গী হয়ে জুটি বাধেন শন মার্শ। তিনিও ব্যক্তিগত ৩৩ রান করার পর স্বেচ্ছায় মাঠ ছাড়েন। দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩২৫ রান। নিউজিল্যান্ডের পক্ষে ব্র্যাকওয়েল ও কারিজ একটি করে উইকেট লাভ করেন। ২৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে