শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫, ০৯:৩৮:৪৫

জেনে নিন, বিপিএলের বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক মূল্য

জেনে নিন, বিপিএলের বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক মূল্য

স্পোর্টস ডেস্ক: দেশি ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি ক্রিকেটারদেরকেও ‘প্লেয়ারস বাই চয়েজ’ পদ্ধতির মাধ্যমে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। নতুন এই পদ্ধতির জন্য দেশি ক্রিকেটারদের মতো বিদেশী ক্রিকেটারদের পারিশ্রমিক মূল্যও নির্ধারণ করা হয়েছে ক্যাটাগরি অনুযায়ী। বিপিএলের তৃতীয় আসরে ইংল্যান্ড ও পাকিস্তানের ৫৩ জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৪ জন, শ্রীলঙ্কার ২৫ জন, দক্ষিণ আফ্রিকার ৪ জন, অস্ট্রেলিয়ার ৪ জন, নিউজিল্যান্ডের ২ জন, জিম্বাবুয়ের ৬ জন ক্রিকেটারসহ মোট ১৯৬ জন ক্রিকেটারকে চারটি ক্যাটাগরিতে ভাগ করে তাদের পারিশ্রমিক মূল্য নির্ধারণ করেছে বিসিবি। ক্যাটাগরি অনুযায়ী, ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ১৯ জন ক্রিকেটার, ‘বি’ ক্যাটাগরিতে ৩৪ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৩৬জন এবং ‘ডি’ ক্যাটাগরিতে ১০৭ জন ক্রিকেটার। চার ক্যাটাগরিতে বিসিবির পক্ষ থেকে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ‘এ’ ক্যাটাগরির জন্য ৭০ হাজার ডলার, ‘বি’ ক্যাটাগরির জন্য ৫০ হাজার ডলার, ‘সি’ ক্যাটাগরির জন্য ৪০ হাজার ডলার এবং ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়দের জন্য ৩০ হাজার ডলার। উল্লেখ্য, এবারের আসরে প্রতিটি দল তাদের দলে ১৩ জন দেশি ক্রিকেটারের পাশাপাশি ১২ জন বিদেশি ক্রিকেটারকে নিতে পারবে এবং প্রতিটি ম্যাচে সর্বোচ্চ ৪ জন ক্রিকেটারকে খেলাতে পারবে। ২৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে