শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫, ১০:০৪:৪৭

বুড়ো বয়সে রেকর্ড করে ইতিহাসের পাতায় ইউনুস খান

বুড়ো বয়সে রেকর্ড করে ইতিহাসের পাতায় ইউনুস খান

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের তারকা ক্রিকেটার ইউনুস খানের জন্ম ২৯ নভেম্বর ১৯৭৭। ১৫৯তম ক্রিকেটার হিসেবে পাকিস্তানের হয়ে ২৬ ফেব্রুয়ারি ২০০০ বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট খেলেন তিনি। সেই শুরু, বয়সকে টেক্কা দিয়ে এখনও খেলে যাচ্ছেন তিনি। শুধু সাধারণ খেলা নয়, বরং একটু অসাধরণই। কারণ তিনি এখন মাঠে নামা মানেই কোন না কোন রেকর্ড স্থাপন করা। হয় নিজের না হয় দলের বিশেষ রেকর্ডে তিনি অবদান রেখে চলেছেন। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তিনি। শনিবার ছুঁলেন আরো একটি মাইলফলক। প্রথম কোনো পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। পাশাপাশি টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় উঠে এসেছেন ১৪তম স্থানে। শনিবার দিনশেষে ৭১ রান নিয়ে অপরাজিত ছিলেন ইউনুস। তাতে তার টেস্ট ক্যারিয়ারের (১০৩ টেস্টে) মোট সংগ্রহ ছাড়িয়ে গেছে ৯ হাজার রান। ৯ হাজার ৬৫৮ রান নিয়ে অ্যালিস্টার কুক এই তালিকায় রয়েছেন ১২তম স্থানে। ৯ হাজার ২৬৫ রান নিয়ে গ্রায়েম স্মিথ রয়েছেন ১৩তম স্থানে। তবে এই রান করতে ব্রায়ান লারা খেলেছিলেন ১০১ টেস্ট। এই রান করতে ইউনিসের মতো কুমার সাঙ্গাকারাও খেলেছিলেন ১০৩ টেস্ট। ২৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে