শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫, ১০:১৬:২৭

নাটকীয়তায় ভরপুর কলম্বো টেস্ট, কে জিতবে বলা মুশকিল!

নাটকীয়তায় ভরপুর কলম্বো টেস্ট, কে জিতবে বলা মুশকিল!

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রেইগ ব্রাফেট তার ২৩ টেস্ট ক্যারিয়ারে ৪৮ ওভার বোলিং করে ১৩৭ রান খুরচায় উইকেট পেয়েছিলেন মাত্র ১টি। মাঝে-মধ্যে দলের প্রয়োজনে বোলিং করলেও তিনি দলের নিয়মিত কোন বলার না। তবে বাস্তবে তিনিই হয়ে উঠলেন ‘বিধ্বংসী’ এক বোলার। কলম্ব টেস্টে তিনি ক্যারিয়ার সেরা ৬ উইকেট তুলে নিয়ে লংকানদের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে দেন মাত্র ২০৬ রানে। মুলত ব্রাফেটের অবিশ্বাস্য বোলিংয়ের কারণেই কলম্ব টেস্ট এখন নাটকীয়তায় মোড় নিয়েছে। কিছুতেই বোঝা যাচ্ছে এই টেস্টে কে জিতবে কিংবা হারবে। কলম্বো টেস্ট জিততে হলে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ২২৪ রান। আর শ্রীলংকার দরকার ৯ উইকেট। তবে বৃষ্টির কারণে আজ পুরো সময় খেলা হয়নি। যদি মোটামুটি খেলা হয়, তবে আগামীকালই ফলাফল হয়ে যেতে পারে। শনিবার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ২০৬ রানে অল আউট হয়ে, ওয়েস্ট ইন্ডিজের সামনে ২৪৪ রানের টার্গেট দেয় লংকানরা। সেই লক্ষ্যে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ২০ রান তুলেছে ক্যারিবীয়রা। সিরিজে প্রথম টেস্ট জিতে ১-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। সংক্ষিপ্ত স্কোর শ্রীলংকা : ২০০ ও ২০৬ ২৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে