রাজশাহী বিধ্বস্ত, চট্টগ্রামের সংগ্রহ ২৭০
স্পোর্টস ডেস্ক: বোলারদের দাপটের মধ্য দিয়ে শুরু হয়েছে ওয়ালটন ১৭তম জাতীয় ক্রিকেট ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচে বোলারদের কাছে নাকাল হয়েছেন ব্যাটসম্যানরা। জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচের প্রথম দিনেই অলআউট হয়েছে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ।
বরিশাল-রাজশাহী বিভাগ:
শনিবার সকালে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে তৌহিদুলের বোলিং তোপে শুরুতেই এলোমেলো হয়ে যায় রাজশাহীর ইনিংস। ১৭ রান তুলতেই দলের প্রথম চার ব্যাটসম্যানকে হারায় তারা। চারটি উইকেটই নেন তৌহিদুল। এরপর দৃশ্যপটে আসেন সালমান। ৩১ রানের খরচায় তিনি তুলে নেন ৫ উইকেট।
রাজশাহীর শেষ ব্যাটসম্যান শাফাক আল জাবিরকে আউট করে তৌহিদুল পূর্ণ করেন ইনিংসে ৫ উইকেট। আর এর জন্য তিনি খরচ করেন ৩০ রান। ৩৬ রানে প্রথম ৭ উইকেট হারানো রাজশাহীকে একশ' পেরোতে সাহায্য করেন সানজামুল ইসলাম ও নিহাদুজ্জামান। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে দুজনে মিলে ৫৮ বলে ৬টি চার ও একটি ছয়ে সর্বোচ্চ ৪০ রান করেন সানজামুল। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করে অপরাজিত ছিলেন নিহাদুজ্জামান।
সিলেট-চট্টগ্রাম বিভাগ:
জাতীয় লিগের দ্বিতীয় স্তরের পঞ্চম রাউন্ডের লড়াইয়ে সিলেটের বিপক্ষে শনিবার প্রথম দিনে ২৭০ রানে অল আউট হয় চট্টগ্রাম। এরআগে এদিন সকালে নিজেদের মাঠ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ২৬ রান তুলতেই নাফিস ইকবাল ও নাজিমউদ্দিনকে হারায় চট্টগ্রাম। দুই ওপেনারকেই আউট করেন আবুল হাসান রাজূ ।
তৃতীয় উইকেটে তাসামুলকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জাতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক। কিন্তু ৫১ বলে ৩৬ রান করে মুমিনুলের বিদায়ে ভাঙে ৪০ রানের জুটি। তাসামুলের সঙ্গে ইয়াসিরের চতুর্থ উইকেট জুটির কল্যাণে এরপরও বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল চট্টগ্রাম। তবে আবুল হাসান সর্বোচ্চ ৭৪ রান করা তাসামুলকে ফেরালে তাদের সেই স্বপ্নও ফিকে হয়ে যায়। পরে ইফতেখার সাজ্জাদকেও তুলে নিয়ে ইনিংসে ৩৪ রান দিয়ে ৪ উইকেট পান আবুল হাসান। এছাড়া সিলেটের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র।
২৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ