রোনালদো-ড্যানিলো-মার্সেলোর নৈপুণ্যে লা লিগার শীর্ষে রিয়াল
স্পোর্টস ডেস্ক : এ মৌসুমে আকাশে উড়তে থাকা সেল্তা দে ভিগোকে মাটিতে নামিয়েছে রিয়াল মাদ্রিদ। ৩-১ গোলের এই জয়ে লা লিগার শীর্ষেই রইল প্রতিযোগিতার সফলতম দলটি। শনিবারের ম্যাচটির আগপর্যন্ত দুই অপরাজিত দলের লড়াইয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো, ড্যানিলো এবং মার্সেলোর গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এই জয়ের মাধ্যমে তিন পয়েন্ট পেয়ে লা লিগার শীর্ষে চলে গিয়েছে লস ব্লাঙ্কোসরা।
শুরতেই পিছিয়ে পড়ার ধাক্কা দ্রুত সামলে আক্রমণে ওঠে সেল্তা। পরের মিনিটেই পাল্টা আক্রমণে সমতায় ফিরতে পারতো তারা; কিন্তু গোল করার মতো পজিশনে থেকেও লক্ষ্যভ্রষ্ট শট নেন নোলিতো।
সেল্টা ভিগোর মাঠ বালাইডোস-এ চলতি মৌসুমে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখলো অতিথিরাই।
রাফায়েল বেনিতেজের শিষ্যরা প্রথমার্ধেই দুই গোলের ব্যবধানে এগিয়ে যায়। ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ড্যানিলোর গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতেই ৮ম মিনিটে গোলের খাতা খুলেন রোনালদো। পরে ২৩ তম মিনিটে ব্যবধান বাড়ান ড্যানিলো।
তবে ম্যাচের শেষ দিকে ৮৫ তম মিনিটে নোলিতোর গোলে হোস্টরা যখন ম্যাচে ফেরার উচ্ছাস জাগায় মাঠে ও গ্যালারিতে তখন দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে মার্সেলোর গোলে জয়ের ব্যবধান বাড়ায় স্প্যানিশ জায়ান্টরাই।
এই গোলে সেল্তার আরেকটি চমকের সম্ভাবনা জেগে ওঠে। শেষ পর্যন্ত অবশ্য তেমন কিছু হয়নি। শেষ মুহূর্তে পাল্টা আক্রমণে ডি বক্সের মধ্যে বাঁ দিক থেকে মার্সেলোর কোনাকুনি শটে ব্যবধান বাড়িয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
এই জয়ে ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল রিয়াল। এর পরেই আছে ১৮ পয়েন্ট পাওয়া সেল্তা। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্টও ১৮।
২৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে
�