আসন্ন বিপিএলে তারা দুজন এবার একই দলে!
স্পোর্টস ডেস্ক: ঘটনাটা চলতি বছরের মে মাসের। খুলনায় শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপে সিরিজের প্রথম টেস্টের শেষ দিনে ব্যাট করছিলেন সাকিব আল হাসান। ১১৮তম ওভারে তাকে কী যেন বলছিলেন পাকিস্তানের বোলার ওয়াহাব রিয়াজ। বিষয়টা ভালোভাবে নিতে পারেননি সাকিব। ওয়াহাবের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়েন বিশ্বসেরা অলরাউন্ডার। একে অপরের দিকে আঙুল তুলে বাগযুদ্ধে লিপ্ত হন সাকিব-ওয়াহাব।
এবার তারা দুজনেই বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন। সেই ঘটনার জের কী এখনো থাকবে? সাকি সবকিছু ভুলে তারা দুজন কাঁধে কাঁধ রেখে লড়াই করবেন রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন বানাতে? সেটাই দেখার বিষয়।
তবে সেদিন যা ঘটেছে, তা হয়তো ক্রিকেটীয় আচরণের মধ্যে পড়ে না। তাই জরিমানা গুনতে হয়েছিল সাকিব-ওয়াহাব দুজনকেই। আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাদের ম্যাচ ফির ৩০ শতাংশ কেটে নেওয়া হয়। আইসিসির কোর্ড অব কন্ডাক্টের লেভেল-১ অনুযায়ী সাকিব-ওয়াহাবকে জরিমানা করা হয়।
২৫ অক্টোবর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�