পাকদের বিপক্ষে চট্টগ্রাম আবাহনীর গোল উৎসব
স্পোর্টস ডেস্ক: শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের করাচি ইলেক্ট্রিক ফুটবল ক্লাবকে ৪-২ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। শনিবার বিকেল সাড়ে ৪ টায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের সেমিফাইনালে টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ এ ম্যাচে শুরু থেকে প্রতিপক্ষ করাচি ইলেকট্রিক ফুটবল ক্লাবকে চেপে ধরে চট্টগ্রাম আবাহনী। প্রথমার্ধের ৩৪ মিনিটেই প্রতিপক্ষের জালে ৩ বার বল জড়ায় স্বাগতিক দলটি। ম্যাচের ১০ মিনিটে জাহিদ ও ১৩ মিনিটে এলিটা কিংসলের গোলে ২-০ গোলে এগিয়ে যায় দলটি।
২৬ মিনিটে করাচি ইলেকট্রিকের মো. রসুল সতীর্থ হায়াত উল্যাহর ক্রস থেকে বল পেয়ে হেড এর সাহায্যে গোল করে দলকে লড়াইয়ে ফিরিয়ে আনেন। ৩৪ মিনিটে ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিকের বল পেয়ে জাহিদ আবারও করাচির জালে বল জড়িযে স্বাগতিক দর্শকদের আনন্দে মাতিয়ে তোলেন (৩-১)। অবশ্যই প্রথমার্ধে করাচি ইলেক্ট্রিক আরও একটি গোলের দেখা পেলে ব্যবধান কমে দাড়ায় ৩-২ এ।
কিন্তু দ্বিতীয়ার্ধে খেলতে নেমে করাচি ইলেক্ট্রিক আর গোলের দেখা পায়নি। তবে চট্টগ্রাম আবাহনী আরও একবার প্রতিপক্ষে বল জড়ায়। ফলে ৪-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী।
২৫ অক্টোবর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস