রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫, ০৭:৩৩:৪৮

চেলসির ২ লাল কার্ড, ২ গোলে হার

 চেলসির ২ লাল কার্ড, ২ গোলে হার

স্পোর্টস ডেস্ক : হারের বৃত্ত ভাঙতেই পারছে না চেলসি। এবার হারের সঙ্গে যুক্ত হলো ২টি লাল কার্ড। ফুটবলার নেমানজা ম্যাতিচ এবং ম্যানেজার হোসে মোরিনহোর লাল কার্ড। সব মিলিয়ে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে বিধ্বস্থ হলো চেলসি। প্রিমিয়ার লিগে দশ জনে খেলে হেরে গেল গতবারের চ্যাম্পিয়ন দলটি। চেলসিকে ২-১ গোলে হারিয়ে চমক দেখাল ওয়েস্ট হ্যাম। এই হারের পরে চ্যাম্পিয়নের খেতাব থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে ব্লুজরা। ম্যাচের ১৭ মিনিটে মাউরো জারাতে গোল করে ওয়েস্ট হ্যামকে এগিয়ে দেন। বিরতির সময় এক গোলেই পিছিয়ে ছিল চেলসি। পাশাপাশি বিরতির আগেই নেমানজা ম্যাতিচ পরপর দু’বার হলুদ কার্ড দেখে (= লাল কার্ড) দেখে মাঠ থেকে বহিস্কার হন। তাতেই মাথা গরম হয়ে যায় কোচ মরিনহোর। বিরতির সময় রেফারির সঙ্গে এই নিয়ে তর্ক জুড়ে দিলে তাকে লাল কার্ড দেখিয়ে ডাগ আউট থেকে বহিস্কার করে দেয় রেফারি। ৫৬ মিনিটে গ্যারি কাহিল গোল করে চেলসিকে সমতায় ফেরান। কিন্তু ৭৯ মিনিটে অ্যান্ডি ক্যারল গোল করে ওয়েস্ট হ্যামকে জয় এনে দেন। এই হারের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চেলসি নেমে গেলো ১৫তম স্থানে। শীর্ষে আর্সেনাল। এভার্টনকে ২-১ গোলে হারানোর কারণে ম্যানসিটিকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেছে গানাররা। ১০ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ২২। ৯ ম্যাচে ম্যানসিটির পয়েন্ট ২১। ২৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে