গাভাস্কারের পরেই কুক
দ্বিতীয় স্থানে কুস্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের চলতি আবুধাবি টেস্ট সিরিজটা যেন রেকর্ড করার জন্যেই আয়োজন করা হয়েছে। কারণ চলতি এই টেস্ট সিরিজের উভয় দলের খেলোয়াড়ই বেশ কিছু রেকর্ড স্পর্শ করেছেন। পাশাপাশি দলও করেছে বিশ্ব রেকর্ড। তবে সবগুলো রেকর্ডকে পিছনে ফেলে দিয়েছে পাকিস্তান কিংবদন্তী টেস্ট ক্রিকেটার ইউনুস খানের সবোর্চ্চ ব্যক্তিগত ও এলিস্টার কুকের দ্বিতীয় সবোর্চ্চ ব্যক্তিগত রান।
টেস্ট ক্রিকেটে ওপেনার হিসেবে সর্বোচ্চ রান করার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে উঠে এলেন ইংল্যান্ডের অধিনায়ক এ্যালিষ্টার কুক। দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৬৫ রান করে দ্বিতীয়স্থানে উঠে আসেন তিনি। ওপেনার হিসেবে ১১৪ ম্যাচের ২০৩ ইনিংসে ৯০৮০ রান সংগ্রহে আছে কুকের। আর ১১৯ ম্যাচের ২০৩ ইনিংসে ৯৬০৭ রান নিয়ে তালিকার প্রথমস্থানে রয়েছেন ভারতের সুনিল গাভাস্কার।
২৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ