রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫, ০৮:৪৪:৫৭

টপকেছেন গাঙ্গুলীকে, কোহলির সামনে বাধা এখন টেন্ডুলকার

টপকেছেন গাঙ্গুলীকে, কোহলির সামনে বাধা এখন টেন্ডুলকার

স্পোর্টস ডেস্ক: ভারতীয়দের মধ্যে ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি করার ক্ষেত্রে সৌরভ গাঙ্গুলীকে ছাড়িয়ে গেলেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে নিজের ক্যারিয়ারের ২৩তম সেঞ্চুরির স্বাদ পান কোহলি। ম্যাচে ১৩৮ রান করেন তিনি। ফলে গাঙ্গুলীর করা ২২টি সেঞ্চুরিকে টপকে যান তিনি। সর্বোচ্চ ৪৯টি সেঞ্চুরি নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। তার ৪৯টি সেঞ্চুরিই ওয়ানডেতে সর্বোচ্চ। এ ছাড়া আরো একটি রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন কোহলি। তিন নম্বরে ব্যাটিং-এ নেমে গতকাল ১৬তম সেঞ্চুরির স্বাদ পান তিনি। এ ক্ষেত্রে তার সামনে রয়েছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও শ্রীলংকার কুমার সাঙ্গাকারা। ওয়ানডেতে তিন নম্বরে ব্যাটিং-এ নেমে পন্টিং ২৯টি ও সাঙ্গাকারা ১৮টি সেঞ্চুরির স্বাদ নিয়েছেন। ওয়ানডেতে ভারতের সর্বোচ্চ সেঞ্চুরির তালিকা (শীর্ষ পাঁচ): শচীন টেন্ডুলকার ম্যাচ খেলেছেন ৪৬৩টি, ইনিংস খেলেছেন ৪৫২টি, রান করেছেন ১৮৪২৬, এর মধ্যে ৪৯টি সেঞ্চুরি এবং ৯৬টি হাফ সেঞ্চুরি। বিরাট কোহলি ম্যাচ খেলেছেন ১৬৫, ইনিংস খেলেছেন ১৫৭, রান করেছেন ৬৮২৪, এর মধ্যে ৪৯টি সেঞ্চুরি ২৩টি, ৩৪টি হাফ সেঞ্চুরি। সৌরভ গাঙ্গুলী ম্যাচ খেলেছেন ৩০৮, ইনিংস খেলেছেন ২৯৭, রান করেছেন ১১২২১, এর মধ্যে ৪৯টি সেঞ্চুরি ২২, ৭১টি হাফ সেঞ্চুরি। বিরেন্দার শেবাগ ম্যাচ খেলেছেন ২৪১, ইনিংস খেলেছেন ২৩৫, রান করেছেন ৭৯৯৫, এর মধ্যে ৪৯টি সেঞ্চুরি ১৫, ৩৭টি হাফ সেঞ্চুরি। যুবরাজ সিং ম্যাচ খেলেছেন ২৯০, ইনিংস খেলেছেন ২৬৫, রান করেছেন ৮২৩৭, এর মধ্যে ৪৯টি সেঞ্চুরি ১৩, ৫১টি হাফ সেঞ্চুরি। ২৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে