রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫, ০৮:৫৩:১৬

ওয়েস্ট ইন্ডিজে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা

ওয়েস্ট ইন্ডিজে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট যেন পুরো পৃথিবীতেই এখন রাজত্ব করছে। এশিয়া থেকে ইউরোপ হয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গিয়ে হাওয়া লেগেছে ক্রিকেটের উন্মাদনা। এ সবই অবশ্য পুরনো কথা। নতুন কথা হলো হাজার মাইল অপারের দেশ ওয়েস্ট ইন্ডিজে আগামী বছরের জুনে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নিয়েছে ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ামক সংস্থা আইসিসি। আগামী বছরের জুনে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নেবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। তিন পর্বের এই টুর্নামেন্টটি শুরু হবে ৬ জুন। লীগ পর্বে তিনটি দল একে অপরের বিপক্ষে তিনবার মুখোমুখি হবে। লীগের সেরা দু’দল ২৬ জুন শিরোপা লড়াইয়ের জন্য ফাইনালে লড়বে। ফাইনালসহ এই টুর্নামেন্টে মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে