স্পোর্টস ডেস্ক : হঠাৎ করেই টক অফ দ্যা ওয়ার্ল্ডে পরিণত হয়েছেন ইনজামাম উল হক। ক্রিকেটের নানা ঘটনার সাক্ষী হয়ে আছেন তিনি। এবার সাক্ষী হয়ে গেলেন অনন্য এক ঘটনার।
কয়েকদিন আগে জিম্বাবুয়ে আফগানিস্তানের সাথে সিরিজ খেলার পরিকল্পনা করে। এই সিরিজে ভালো করার জন্য মাত্র ২৫ দিনের চুক্তি করা হয় ইনজামামের সাথে। বিশ্বক্রিকেটের সাবেক অগ্রনায়ক সাড়া দেন এই আহবানে।
আফগান শিবিরে যোগ দিয়ে পান সাফল্য। ইনজির টিপসে প্রথম বারের ওয়ানডেতে সিরিজ জেতে আফগানিস্তান। জিম্বাবুয়ের বিরুদ্ধে আফগানদের দাপট ছিল দৃষ্টি কাড়া। রুপকথা থেকে বাস্তবের নায়ক হয়ে ওঠা আফগানদের কারিগড় হিসাবে সমাদৃত হচ্ছেন ইনজামাম উল হক।
আর দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্যও আফগানদের সাথে থাকবেন ইনজামাম উল হক। কিন্তু আফগানরা তাকে চাচ্ছেন দীর্ঘমেয়াদের জন্য। কোচ হিসাবে তিনি কি নতুন করে ক্যারিয়ার গড়বেন?
না এই চুক্তি শেষ করেই দেশে ফিরে আসবেন এই বিষয়টি হাজির হয়েছে তার সামনে। তিনি এখন কি করবেন? এ নিয়ে ভাবনায় ইনজামাম। আফগানিস্তান ও জিম্বাবুয়ের টি-টোয়েন্টি সিরিজ শেষে হয়তো এর উত্তর নিজের মুখে দেবেন দশ হাজারি ক্লাবের সদস্য ইনজামাম উল হক।
২৫ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর