স্পোর্টস ডেস্ক : ভারত ও দক্ষিণ আফ্রিকার কঠিন সমীকরণের ম্যাচ এটি। এই ম্যাচে ফলাফল নিজেদের অনুকূলে নেয়ার জন্য নাটকীয়ভাবে ফিরলেন হরভজনসিং। ২-২ এ সমতায় থাকা সিরিজে ফিরলেন হরভজন সিং।
শেষ ওয়ানডে ম্যাচের টস জিতে ব্যাটিং শুরু করে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার লড়াইয়ের শুরুটা বেশ রোমাঞ্ছকর। আমলা ও ডি কক নামেন ওপেনিংয়ে। ডি ককের চেয়ে আমলাকে দেখা যায় বেশ উজ্জ্বল।
বাজে ফর্মের কারণে এই ম্যাচে ফেরার কোনো সম্ভাবনা ছিল না হরভজন সিংহের। কিন্তু অভিজ্ঞ বলে যে কথাটি রয়েছে সে বিচারে নাটকীয়ভাবে একাদশে নেয়া হয় হরভজনসিংকে।
আর দলের অন্য বোলাররা যখন মার খাচ্ছেন আফ্রিকান ব্যাটসম্যানদের কাছে। তখন বেশ সফলতার চিত্র দেখান হরভজনসিং। এই প্রতিবেদন লেখার সময় উইকেট না পেলেও রান কম দিচ্ছেন বোলিংয়ে।
নিয়ন্ত্রিত বোলিং করে যাচ্ছেন তিনি। হরভজনের পরিবর্তে অশ্বিনকে দলে নেয়ার কথা থাকলেও পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর হরভজনের দলে ফেরাকে ইতিবাচক মনে হচ্ছে।
২৫ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর