দুই ম্যানচেস্টারের যুদ্ধ ধুন্দুমার
স্পোর্টস ডেস্ক: ওয়েন রুনি নিজের ৩০তম জন্মদিন পালন করলেন শনিবার৷ দুই ছেলেকে নিয়ে কেকের সামনে তোলা ছবিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে৷ খুশির এই দিনের পর দিনটাই অবশ্য বেশ চ্যালেঞ্জের সামনে রুনির টিম৷
ম্যানচেস্টার ডার্বিতে প্রিমিয়ার লিগের এক বনাম তিনের লড়াই রবিবার৷ ম্যানচেস্টার সিটি ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে৷ সম সংখ্যক ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ইউনাইটেড৷ রবিবারের ডার্বি জিতলে সিটিকে টপকে যাবে তারা৷ তবে আর্সেনালের উপর নির্ভর করবে শীর্ষ স্থানের দখল৷
এই সপ্তাহেই মানুয়েল পেয়েগ্রিনির সিটি চ্যাম্পিয়ন্স লিগে সেবিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসী৷ ইউনাইটেড উল্টো দিকে সিএসকেএ মস্কোর বিরুদ্ধে পিছিয়ে ড্র করেছে৷ তবে ইউনাইটেডের জার্সিতে অ্যান্থনি মার্শাল, খুয়ান মাতা, আন্দের এরেরারা দুরন্ত ফর্মে৷ সিটিতে আবার সের্খিও আগুয়েরো, সমির নাসরি, দাবিদ সিলবা চোটের জন্য বাইরে৷ পেয়েগ্রিনির চিন্তা আরও বাড়িয়েছে ভিনসেন্ট কম্পানি৷ চোট সেরে উঠলেও ফিরতে পারবেন কি না ঠিক নেই৷ এই অবস্থায় সিটিকে টানছেন নতুন তারকা কেভিন দে ব্রুইন৷ ফর্মে আছেন রহিম স্টার্লিং, খেসুস নাবাসরা৷ সোয়াইনস্টাইগার, স্নেইডারলিন, স্মলিংদের ফর্মের জন্য এই ম্যাচে ইউনাইটেডকেই এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা৷ সূত্র : টাইমস অব ইন্ডিয়া
২৫অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর
�