আগের রেকর্ড ভেঙ্গে ক্রিকেট বিশ্বের নতুন নায়ক হলেন হাশিম আমলা
স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজের শেষ ম্যাচ খেলেই রেকর্ডের বরপুত্র হয়ে যান হাশিম আমলা। এদিন ভারতের বিপক্ষে ওপেনার হিসাবে ব্যাট করতে নামের আমলা।
আমলার ব্যাটে ছিল সিডর-ঝড়ে। আমলার শুরুটা হয় দুর্দান্ত-চোখ ধাঁধানো। গ্যালারি কাঁপানো ঝলক ছিল তার ব্যাটে। উইকেটে নেমেই কোহলির রেকর্ড ভেঙ্গে ক্রিকেট বিশ্বে নতুন চমক যোগ করেন এই আফ্রিকান কিংবদন্তি।
রেকর্ডের পরেই যেন বিশ্রামের পথ বেছে নেন আমলা। এর আগে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ছয়হাজার রানের মালিক ছিলেন বিরাট কোহলি। এখন এই কীর্তি আমলার।
বিরাট কোহলি ১৩৬ টি ম্যাচে ছয় হাজার রান করেন। মাত্র ১২৩ টি ম্যাচ খেলে এই রেকর্ড নিজের করে নেন আমলা। নতুন রেকর্ড গড়ে নিজের আগের রেকর্ডও টেনে আনছেন তিনি।
ওয়ানডেতে কম ম্যাচ খেলে দুই হাজার, তিন হাজার, চার হাজার ও পাঁচ হাজার রানেরও মালিক তিনি। যথাক্রমে ৪০ ম্যাচ, ৫৭ ম্যাচ, ৮১ ম্যাচ ও ১০১ ম্যাচ খেলে এই রেকর্ড গড়েন হাশিম আমলা।
ছয় হাজার রান করতে হাশিম আমলা খেলেন মাত্র ১২৩টি ম্যাচ। এর আগে বিরাট কোহলির দখলে ছিল দ্রুততম ছয় হাজার রানের রেকর্ড। দ্রুততম এক হাজার রানের রেকর্ডটি গড়তে পারেননি আমলা। ভিভ রিচার্ডসন ২১ ম্যাচে করেছিলেন এই রেকর্ড। তার চেয়ে ৩টি ম্যাচ বেশি খেলেছেন আমলা।
রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাত্র ১৩ বলে ২৩ রান করে আউট হওয়ার পথে দুর্দান্ত এই বিশ্বরেকর্ড গড়েন আমলা। এখানে পাঁচটি চারের মার ছিল আমলার। দ্বিতীয় চারটি মারার মাধ্যমেই ছয় হাজার রান পূর্ণ করে ক্রিকেট বিশ্বের সেরা নায়কে পরিণত হন তিনি।
২৫ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর