রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫, ০৪:৪৫:১৬

চিটাগাংয়ের হয়ে প্রলয়ঙ্করী ঝড় তোলার অপেক্ষায় তাসকিন-আমির

চিটাগাংয়ের হয়ে প্রলয়ঙ্করী ঝড় তোলার অপেক্ষায় তাসকিন-আমির

স্পোর্টস ডেস্ক: গত আসরে ট্রপি ছিটকে যাওয়ার বদলা নিতে এবার শক্তিশালী টিম গঠন করেছে চিটাগাং ভাইকিংস। বিপিএলের দ্বিতীয় আসরে ঢাকা গ্লাডিয়েটরসের বিরুদ্ধে ৪৩ রানে হেরে শিরোপার স্বাদ থেকে বঞ্চিত হয় ফ্র্যাঞ্জাইজিটি। তাই এবার নাম চেঞ্জ করার সঙ্গে সঙ্গে দলে এনেছেন গুণগত মানও। বলার অপেক্ষা রাখে না যে ফ্রাঞ্জাইজিটি গতবারের তুলনায় এবার অধিকতর শক্তিশালী দল গঠন করেছে। এই আসরে দলটির ব্যাটিং লাইনআপে থাকবেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল, নাঈম (ছক্কা নাঈম), পাকিস্তান জাতীয় দলের দুই ভাই কামরান আকমল, উমর আকমলের মত শক্তিশালী ব্যাটসম্যানরা। ঠিক তেমনি চিটাগাং ভাইকিংসের বোলিং সাইডও শক্তিশালী করেছে তারা। বোলিং আক্রমণে তারা রেখেছে, তাসকিন আহমেদ, ইলিয়াস সানি, শফিউল ইসলাম, এনামুল হক জুনিয়র, মোহাম্মদ আমির, সাইদ আজমল, জীবন মেন্ডিস, রবিন পিটারসনের মত বোলারদের। আর অলরাউন্ডারের তালিকায় রয়েছে, চামারা কাপুগেদারা, এলটন চিগুম্বুরা, আসিফ আহমেদ ও জিয়াউর রহমানের মত ক্রিকেটাররা। এবাররের বিপিএলে চিটাগাং কিংসের হয়ে নিজেকে উজাড় করে দিবেন বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন পাকিস্তানী পেসার মোহাম্মদ আমির। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ চট্টগ্রাম ভাইকিংসকে ধন্যবাদ আমাকে সুযোগ দেয়ার জন্য। দলের হয়ে আমি নিজেকে শত ভাগ উজাড় করে দিতে প্রস্তুত।’ ঠিক একই কথা সূর মেলালেন তাসকিন আহমেদও। তিনি জানিয়েছেন, ‘ইনজুরি কাটিয়ে অাসছে বিপিএলে দলের হয়ে ভালো ভূমিকা রাখবেন তিনি। ২৫অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে