রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫, ০৫:১৪:৩৪

আমলাদের সিডর-ঝড়ে ভারতের সামনে কঠিন সমীকরন

আমলাদের সিডর-ঝড়ে ভারতের সামনে কঠিন সমীকরন

স্পোর্টস ডেস্ক : শেষ ম্যাচে পুরো মাত্রায় জ্বলে ওঠে দক্ষিণ আফ্রিকা। স্টেডিয়ামে আফ্রিকান ব্যাটসম্যানদের দেখার মত দাপট। ভারতের কোনো চেষ্টাই দমিয়ে রাখতে পারেনি আফ্রিকার ব্যাটসম্যানদের। সবাই একযোগে জ্বলে ওঠেন শক্তিশালী প্রতিপক্ষ ভারতের বিপক্ষে। ভারত শেষ ম্যাচ জিতে সিরিজ জয়ের জন্য খানকিটা পরিবর্তন আনে একাদশে। কিন্তু নিজেদের বোলিং সেসনে তাতে কোনো লাভ হয়নি ভারতের। দক্ষিণ আফ্রিকা এদিন মেতে ওঠে রান সংগ্রহের উৎসবে। ডি ককের সেঞ্চুরি, আমলার সিডর-ঝড়, ভিলিয়ার্সের টর্নেডো আর কি না ছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং সেসনে। অন্যদিকে সেঞ্চুরির দিকে ডু প্লেসিসও। ৪০ ওভারের খেলা শেষ না হতেই দক্ষিণ আফ্রিকার সংগ্রহ প্রায় ৩০০। ৪০০ বা এর কাছাকাছি যেতে পারে তাদের দলীয় ইনিংস। আর ভারতকে যে রানের পাহাড় টপকাতে হবে তা বলাই যায়। খেলার মাঠে আমলাদের ব্যাটিং সিডরে ভারতের সামনে হাজির হয়েছে কঠিন সমীকরন। তবে ভারতও যে জ্বলে উঠতে জানে সেটা বলছে তাতের অতীত। আর জয়ের জন্য সেই উপাখ্যানকে টেনে নিয়ে আনতে ব্যর্থ হলে ম্যাচ শেষে হতাশ হতে হবে ভারতকেই। ২৫ অক্টোবর ২০১৫/এমনিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে