ভারতকে হিমালয় টপকানোর চ্যালেঞ্জ দিল আফ্রিকা
স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচ সিরিজে ২-২ সমতায় রয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। মু্ম্বাইয়ে আজ সিরিজের শেষ ম্যাচটি তাই অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে সফরকারী দক্ষিণ আফ্রিকা।নেমেই দলের হয়ে শুভ সূচনা করেন কুইন্টন ডি কক। সিরিজে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এর পর আর বেশিক্ষন মাঠে থাকতে পারেননি তিনি। দলীয় ১৮৭ ও ব্যক্তিগত ১০৯ রানে রায়নার বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি।
শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে প্রোটিয়াদের সংগ্রহ ৪ উইকেটে ৪৩৮ রান। ফাফ ডু প্লেসিস ১৩৩ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যান। ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে তাণ্ডব চালান ডি ভিলিয়ার্স। ডি কক, ডু প্লেসিসের পর সেঞ্চুরি করেন ডি ভিলিয়ার্সও। তবে ব্যক্তিগত ১১৯ রানে ভুবনেশ্বর কুমারের বলে আউট হন। এর সেঞ্চুরিয়ান ডি কক ১০৯ রান করে বিদায় নেন। আর ওয়ানডেতে দ্রুত তম ছয় হাজার রানের রেকর্ড গড়ে সাজ ঘরে ফিরে গেছেন হাশিম আমলা (২৩)।
ব্যাটিংয়ে নামার আগে টসে জেতার পর প্রোটিয়া অধিনায়ক বলেছিলেন, ‘আগে ব্যাট নেওয়ার সবচেয়ে বড় কারণ হলো এটা ফাইনাল, বড় স্কোর গড়ে ভারতের ওপর চাপ প্রয়োগ করতে হবে। আমাদের ব্যাটিং ভালো, আমরা ভারতের ওপর চাপ প্রয়োগ করতে চাই।’
দক্ষিণ আফ্রিকা দলে আজ দুটি পরিবর্তন এসেছে। দলে ঢুকেছেন ডিন এলগার ও কাইল অ্যাবট। বাদ পড়েছেন ক্রিস মরিস ও অ্যারন ফাঙ্গিসো।
ভারতীয় দলে কোনো পরিবর্তন হয়নি। আগের ম্যাচের একাদশ নিয়েই খেলবে মহেন্দ সিং ধোনির দল।
২৫অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর