আফ্রিকার প্রলয়ঙ্করী ঝড়ের তাণ্ডবে খড়ের মত উড়ে গেল কোহলির রেকর্ড
স্পোর্টস ডেস্ক : বেশ কিছুদিন যাবত ভালো কিছু করে দেখাতে পারছেন না দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হাশিম আমলা। কিন্তু ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচে এসে দারুণ একটি রেকর্ড গড়ে ফেললেন তিনি। তাছাড়া তার দলের একই দিনে তিনটি শতক রান উপহার দিয়েছেন তিন জন ব্যাটসম্যান। যার সুবাদে স্বাগতিক ভারতকে ৪৩৮ রানের কঠিন টার্গেট দিয়েছে আফ্রিকা।
একদিনের ক্রিকেটে কোহলিকে টপকে দ্রুততম ৬০০০ রানের মালিক হয়ে গেলেন হাশিম আমলা৷ তিনি ১২৬টি ম্যাচ খেলে ১২৩টি ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছেন৷ এর আগে ভারতের বর্তমান টেস্ট অধিনায়ক বিরাট কোহলির কাছে এই রেকর্ডটি ছিল৷ ১৪৪ টি ম্যাচ খেলে ১৩৬টি ইনিংসে ৬ হাজার রান পূর্ণ করেছিলেন কোহলি৷
২০০৮-এর ৯ মার্চ বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক হয়েছিল আমলার৷ এদিন ব্যাট করতে নামার আগে রেকর্ড বইতে নাম তুলতে তাঁর প্রয়োজন ছিল মাত্র ১৫ রান৷ ৩.২ ওভারে মোহিত শর্মার বলে চার মেরে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যান তিনি৷ তবে ২৩ রানের মাথায় সেই মোহিতের বলেই আউট হয়ে ফিরে যান আমলা৷
২৫অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর