ভারতীয় বোলারদের তুলোধুনো করেই ক্ষান্ত হলেন হাশিম আমলারা
স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচ সিরিজে ২-২ সমতায় থেকে পঞ্চম ম্যাচ খেলতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে মাঠে নামে ভারত ও দক্ষিণ আফ্রিকা। বলার অপেক্ষা রাখে দ২-২ সমতায় থাকার ফলে এটি অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ডি ভিলিয়ার্স।নেমেই দলের হয়ে শুভ সূচনা করেন কুইন্টন ডি কক। দলীয় ১৮৭ ও ব্যক্তিগত ১০৯ রানে রায়নার বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। এর পর আফ্রিকার আরও দুই জন ব্যাটসম্যান ভিলিয়ার্স ও ডু প্লেসিস সেঞ্চুরি গড়েন। যার সুবাধে ৪৩৮ রানে বিশাল স্কোর দাড় করায় আফ্রিকা।
এ জয়ে আফ্রিকান ব্যাটসম্যান ভিলিয়ার্স ও ডু প্লেসিসদের ব্যাটিং তান্ডবের সামনে অনেকটা অসহায় ছিল ভারতীয় বোলাররা। ভারতীয় বোলার ভুবনেশ্বর কুমার ১০ ওবার বোলিং করে দিয়েছেন ১০৮ রান। আবার অন্য বোলাররা বিশেষ করে হারভাজন সিং ১০ ওবার করে ৭০ রান, শর্মা ১০ ওভার করে ৮৪ রান দিয়েছেন।
২৫অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর