রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫, ০৭:১৪:৩৫

জেনে নিন, ভারতের লজ্জার দিনে আফ্রিকার আরেকটি রেকর্ড

জেনে নিন, ভারতের লজ্জার দিনে  আফ্রিকার আরেকটি রেকর্ড

স্পোর্টস ডেস্ক: ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের অঘোষিত ফাইনাল ম্যাচে নেমেই রীতিমত ব্যাটিং তান্ডব চালিয়েছে সফরকারী দলের ব্যাটসম্যানরা।তাদের কাছে অনেকটা অসহায় ছিলেন অভিজ্ঞ হারভজন সিংযের মত ভারতীয় বোলাররা। ভারত-আফ্রিকার এই ম্যাচে স্বাগতিক ভারতকে বিশাল রানের টার্গেট দেয়ার পাশাপাশি আরও একটি রেকর্ড গড়লেন আফ্রিকান দল। আর সেটি হল এর আগে এক দিনের আন্তর্জাতিক ম্যাচে এর আগে আর একবারই এক ইনিংসে ৩টি সেঞ্চুরির ঘটনা ঘটেছিল, সেটিও করেছিল দক্ষিণ আফ্রিকা, এবছরের জানুয়ারিতে জোহানেসবার্গে। চতুর্থ ওভারের শেষ বলে আমলা আউট হয়ে যাবার পরেই এই ধংসযজ্ঞের সূচনা করেন ডি কক ও ডু প্লেসিস। দুজনে মিলে গড়েন ১৫৪ রানের জুটি। মাত্র ৮৭ বলে ১০৯ রানের ইনিংস খেলে আউট হয়ে যান ডি কক। এরপর নামেন জোহানেসবার্গের সেই ম্যাচেই এক দিনের ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক ডি ভিলিয়ার্স। ২৫ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে