সিলেটে বিপিএলের ম্যাচ আয়োজনের দাবিতে মানববন্ধন
স্পোর্টস ডেস্ক : সিলেট বিভাগীয় আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ আয়োজনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘চেইজ বিগিনস’ নামক একটি সামাজিক ও সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠন।
রোববার সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিকাল ৩টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ঘরোয়া প্রিমিয়ার লিগের সবচেয়ে জনপ্রিয় আসর বিপিএলের পর্দা উঠছে আগামী ২২ নভেম্বর। দেশের এই হাই-ভোল্টেজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাত্র দুটি ভ্যানু নির্ধারণ করেছে। সেখানে জায়গা হয়নি সিলেটের! মূলত এর প্রতিবাদে ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে চেইজ বিগিনস’র সভাপতি শাকিল জামান বলেন, ‘এশিয়ার অন্যতম নান্দ্যনিক ও সৌন্দর্যমণ্ডিত ক্রিকেট স্টেডিয়াম সিলেটে। এই স্টেডিয়ামের নির্মাণের সময় থেকেই এখানে বেশি করে ম্যাচ আয়োজন করা হবে বলে সংশ্লিষ্টরা আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তাদের আশ্বাসের বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না।’
২৫অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর