৭ উইকেট হারিয়ে খাদের কিনারায় ভারত
স্পোর্টস ডেস্ক : মুম্বাইযের ওয়াংখেড়ে সফরকারী দক্ষিণ আফ্রিকার দেয়া পাহাড় সম রান তাড়া করতেই নেমেই ২০০ রান তুলতে না তুলতে সাত উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিক ভারত।
পাঁচ ম্যাচ সিরিজে ২-২ সমতায় থাকায় পঞ্চম ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। পঞ্চম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী দক্ষিণ আফ্রিকা। দলের তিন জন ব্যাটসম্যানের ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ৪৩৮ রান তুলতে সক্ষম হয় হাশিম আমলারা।
আফ্রিকা ছুড়ে দেয়া ৪৩৮ রান তাড়া করতে নেমে প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০.৫ বর খেলে ৭ উইকেটর হারিয়ে ২০১ রান তুলে নিয়েছে স্বাগতিক ভারত। ব্যাটিংয়ে নেমে শর্মা ও কোহলি দলকে শুভ সূচনা এনে দিতে চাইলে দলের দুর্দিনে খুব ভালো করতে পারেনি তারা। শর্মা ১৬ রানে এবং কোহলি ৭ রানে সাজ ঘরে ফিরে যান। এর কিছুটা ঘুরে দাড়াতে চেষ্টা করে শিখর দাওয়ান ও রাহানে। কিন্তু তারাও শেষ পর্যন্ত বড় কিছু করতে পারেনি।
আফ্রিকান বোলার ডেইল স্টেইন ও রাবাদার ৩ উইকেট শিকারের ফলে এখন একে বারে খাদের কিনারায় রয়েছেন বিরাট কোহলিরা।
২৫অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর