আফ্রিকার কাছে অসহায় আত্মসমপর্ণ ভারতীয়দের
স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচ সিরিজে ২-২ সমতা থাকায় ভারত ও দক্ষিণ আফ্রিকার শেষ ম্যাচটি ফাইনালে রুপ নিয়েছে।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমেই দলের হয়ে শুভ সূচনা এনে দেন কুইন্টন ডি কক। দলীয় ১৮৭ ও ব্যক্তিগত ১০৯ রানে রায়নার বলে কোহলির হাতে ক্যাচ তুলে দিয়ে সাজ ঘরে ফিরেন তিনি।
দক্ষিণ আফ্রিকা ৫০ ওভার ব্যাটিং করে ৪ উইকেটে ৪৩৮ রানের টার্গেট ছুড়ে দেন ভারতের বিপক্ষে। ফাফ ডু প্লেসিস ১৩৩ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যান। এর পর ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে তাণ্ডব চালান ডি ভিলিয়ার্স। ডি কক, ডু প্লেসিসের পর তৃতীয ব্যাক্তি হিসেবে সেঞ্চুরি করেন ডি ভিলিয়ার্সও। তবে ব্যক্তিগত ১১৯ রানে ভুবনেশ্বর কুমারের বলে আউট হন।এর সেঞ্চুরিয়ান ডি কক ১০৯ রান করে বিদায় নেন। আর ওয়ানডেতে দ্রুত তম ছয় হাজার রানের রেকর্ড গড়ে সাজ ঘরে ফিরে গেছেন হাশিম আমলা (২৩)।
পাহাড়সম রান তাড়া করতে নেমে শুরু থেকেই খেই হারিয়ে ফেলে কোহলিরা । প্রথম ধাক্কা আসে কোহলির কাছ থেকে । মাত্র ৭ রান তুলেই সাজ ঘরে ফিরে যান ভারতীয় এ হার্ড হিটার ব্যাটসম্যান। এর পর দলের হাল ধরতে চেষ্টা করেন অজিঙ্কা রাহানে ও শেখর ধাওয়ান । অজিঙ্কা রাহানে (৮৭), শেখর ধাওয়ান (৬০) কিছুটা প্রতিরোধ গড়লেও তা যথেষ্ট ছিল না। রাবাবা(৪/৪১) ও স্টেইনের (৩/৩৮) সামনে তারা প্রতিরোধ গড়তে পারেনি। যার ফলে ভারত ৩৫.৫ ওভারে ২৩৪ রানে অল আউট হয়ে যায়।
২৫অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর