রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫, ০৯:৫৯:৩০

জিম্বাবুয়ের বিপক্ষে মঙ্গলবার দল ঘোষণা, মাশরাফির অপেক্ষায় বিসিবি

 জিম্বাবুয়ের বিপক্ষে মঙ্গলবার দল ঘোষণা, মাশরাফির অপেক্ষায় বিসিবি

স্পোর্টস ডেস্ক: আসছে জিম্বাবুয়ের সিরিজকে সামনে রেখে আগামী নভেম্বর দল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।সব ঠিক থাকলে আগামী ২৯ নভেম্বর থেকে অনুশীলন শুরু হবে। তবে দল গঠনের পূর্বেই পেস আক্রমন নিয়ে বড় ধরনের বিপাকে পড়ে গেছে বিসিবি। ভারত সফরে চোট পেয়ে ইনজুরিতে রয়েছেন স্পিড মাস্টার তাসকিন আহমেদ।তাছাড়া রুবেল হোসেনও রয়েছেন এই তালিকায়। তাই তারা এই সফরে হয়তো খেলতে পারবেন না। এবার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার খেলা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। যদিও বিসিবি নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, মাশরাফিকে পেতে শেষপর্যন্ত অপেক্ষা করবেন তারা। দল ঘোষণা নিয়ে মিনহাজুল আবেদীন বলেন, ‘আমরা ২৭ তারিখ দল ঘোষণা করব। ২৯ তারিখ থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হবে।’ আসন্ন জিম্বাবুয়ে সিরিজে অধিনায়ক মাশরাফির খেলার বিষয়ে বিসিবির এই নির্বাচক বলেন, ‘আশা করছি মাশরাফি এই সিরিজে খেলতে পারবে। তার খেলার সম্ভাবনা আছে। যদিও তার শরীরের অবস্থা খুব একটা ভালো না। তবে তার ফেরার জন্য আমরা শেষপর্যন্ত অপেক্ষা করব।’ প্রসঙ্গগত, জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশ তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।ম্যাচগুলো মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে