স্পোর্টস ডেস্ক: জার্মান ফুটবল দলের নির্ভর যোগ্য খেলোয়ার আর্সেনালের তারকা মেসুত ওজিল নিজ ধর্ম ইসলামের প্রতি বরাবরই আন্তরিক। নিজের টুইটার পেইজে গতবছর রমজানের প্রথম দিনে টুইটারে একটা ছবি পোষ্ট করে বেশ আলোচনায় আসেন আর্সেনালের এই তারকা ।
জার্মান ফুটবলার ওজিল তার সহজসুলভ খেলার ধরন ও তাৎক্ষনিক চতুরতা জন্যে পরিচিত। তার শৈলী ও অন্য খেলোয়াড়কে গোলদানে সহায়তা করার ক্ষমতার জন্য রিয়াল মাদ্রিদের প্রাক্তন ম্যানেজার জোসে মরিনহো তাকে জিনেদিন জিদানের সাথে তুলনা করেছেন।
জার্মান ফরোয়ার্ড মেসুত ওজিল ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপে দলের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখেন। এরপর ইউরো কাপে ওজিলের খেলা নিয়ে দেখা দিয়েছিল সংশয়। কারণ তখন দলের কোচ ও ম্যানেজার তাকে শর্ত দিয়েছিল রোজা রেখে খেলা যাবে না।
তখন ওজিল বলেছেন, ‘খেলা নয়, রোজা আমার জন্য ফরজ। আমি রোজা রেখেই খেলা চালিয়ে যাব। আমার কাছে আগে রোজা, পরে খেলা। শুধু তাই নয়, ওজিল ২০১৪ সালে বিশ্বকাপ থেকে পাওয়া অর্থ ফিলিস্তিনি অনাথ শিশুদের কল্যাণে দান করেন।
মেসুত ওজিল জন্ম অক্টোবর ১৯৮৮ একজন জার্মান ফুটবলার যিনি প্রিমিয়ার লীগ ক্লাব আর্সেনাল এবং জার্মানি জাতীয় ফুটবল দলে খেলে থাকেন। ওজিল ২০০৬ সাল থেকে জার্মানির বয়সভিত্তিক দল এবং ২০০৯ সাল থেকে জার্মানি জাতীয় ফুটবল দলে খেলে আসছেন।
২০১০ ফিফা বিশ্বকাপের পারফর্মেন্সের মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবল মহলের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হন এবং গোল্ডেন বল অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়, যা টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে দেয়া হয়। ওজিল ২০০৬ সালে তার বরিষ্ঠ(সিনিয়র) ক্যারিয়ার শুরু করেন বুন্দেসলীগায় তার আদি শহরের ক্লাব শার্লকে ০৪ এর হয়ে।
২০০৮ সালে তিনি ওয়ের্ডার ব্রেমেনে চলে আসেন এবং ২০১০ সালে বিশ্বকাপে তার দারুণ পারফর্মেন্সে মুগ্ধ হয়ে রিয়াল মাদ্রিদ ওই বছরের আগস্ট মাসে তাকে দলে নেয়। ২০১৩ সালের সামার ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে আর্সেনাল তাদের ক্লাব রেকর্ড £৪২.৫ মিলিয়ন ইউরোর মাধ্যমে তাকে দলে নিয়ে আসে। [৪][৫][৬][৭] এর মাধ্যমে তিনি জার্মানির সর্বকালের সবচেয়ে দামী খেলোয়াড় হন।
২০১১ সালে ২৫টি গোলে সহায়তা প্রদান করার মাধ্যমে তিনি সকল প্রধান ইউরোপিয়ান লীগগুলোর মধ্যে সবচেয়ে বেশি গোলে সহায়তা করেন। ২০১২ সালে লা লিগায় তিনি ১৭টি গোলে সহায়তা প্রদান করেন। তিনি ২০১০ ফিফা বিশ্বকাপ ও ২০১২ উয়েফা ইউরোপিয়ান লীগে ৩টি গোলে সহায়তা করেন যা ছিল টুর্নামেন্টগুলোর সর্বোচ্চ।
২৮ মে ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর