সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫, ০১:৩৮:৫৭

ইউনুসের দৌলতে জয়ের দোরগোড়ায় পাকিস্তান

ইউনুসের দৌলতে জয়ের দোরগোড়ায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : ইউনুস খানের দুরন্ত শতরানের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জেতার দোরগোড়ায় পাকিস্তান। জিততে গেলে শেষ দিনে ৩৭১ রান তুলতে হবে ইংল্যান্ডকে। হাতে রয়েছে মাত্র সাত উইকেট। এদিন ৩ উইকেটে ২২২ রান নিয়ে খেলা শুরু করার পর ধীরে ধীরে শতরান করেন ইউনুস (১১৮)। পাল্টা সহযোগিতা করেন অধিনায়ক মিসবাহ–উল– হকও (৮৭)। তবে অল্পের জন্য শতরান হাতছাড়া হয় মিসবার। পাক অধিনায়ক আউট হওয়ার পর দলকে এগোনোর দায়িত্ব নেন ইউনুস এবং আসাদ সফিক (৭৯)। মূলত এই দুজনের সহায়তায় ৩৫৪ রান তুলে ডিক্লেয়ার করে পাকিস্তান। ৪৯১ রানের পাহাড় প্রমাণ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে শুরুতেই মঈন আলিকে হারায়। তারপরেই ফেরেন অধিনায়ক কুক (১০)। ইয়ান বেল (৪৬) এবং জো রুট (৫৯ অপরাজিত) মিলে তৃতীয় উইকেটে ১০২ রান যোগ করলেও চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগেই ফিরে যান বেল। ক্রিজে বেলের সঙ্গে রয়েছেন বেয়ারস্টো। ২৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে