সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫, ০৮:০১:০৪

১০ জনের সেল্টাকে ৩-১ গোলে হারাল রিয়াল মাদ্রিদ

১০ জনের সেল্টাকে ৩-১ গোলে হারাল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক: মৌসুমে ক্রিস্টিয়ানো রোনারদোর ১২তম গোলে ভর করে শনিবার ২য় স্থানে থাকা ১০ জনের সেল্টা ভিগোকে ৩-১ গোলে হারিয়ে লা লীগার পয়েন্ট টেবিলের সেরার লীড আরো বাড়িয়ে নিল রিয়াল মাদ্রিদ। ব্যালাইডোস স্টোডয়ামে অনুষ্ঠিত ম্যাচের ২৩তম মিনটের মধ্যেই ২ গোল করে রিয়াল শিবিরে জয়ের সুবাস এনে দেন রোনালদো ও ডেনিয়ালো। তবে ম্যাচের ৫৭তম মিনিটে দ্বিতীয় বারের মত হলুদ কার্ড নিয়ে গুস্তাভো ক্যাবরাল মাঠ ছাড়ার ফলে ১০ জনে পরিণত হবার পরও একটি গোল হজম করতে হয়েছে রিয়ালের গোলরক্ষক কেইলর নাভাসকে। ৮৫তম মিনিটে তাকে পরাস্ত করেন নলিটো এ্যাগুডো। ফলে ১-২ ব্যাবধানে নেমে আসে রিয়ালের লীড। যদিও শেষ মিনিটে গোল করে ব্যবধান ৩-১ এ উন্নীত করেন মার্সেলো । ফলে মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ লাভ করে সেল্টা ভিগো। এ ম্যাচের আগ পর্যন্ত ২০ দলের লীগে একমাত্র অপরাজিত দল ছিল তারা। এ জয়ের ফলে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ও গ্যালিসিয়ানদের সঙ্গে ৩ পয়েন্টর ব্যবধান রচনা করে একক ভাবে পয়েন্ট তালিকার শীর্ষস্থানটি অক্ষুন্ন রাখল রিয়াল মাদ্রিদ। এর আগে গত বুধবার চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে প্যারিস সেন্ট জার্মেইনের সঙ্গে গোল শুন্য ড্র করে কিছুটা বেকায়দায় পড়ে যাওয়া রিয়াল কোচ রাফা বেনিতেজ খেলা শেষের প্রতিক্রিয়ায় বলেন, ‘এটি গোটা দলের জন্যই ইতিবচক দিক। সংগ্রাম করার পরও তারা এখন অনুভব করতে পারছে যে আমরা জয়লাভ করতে পারি।’ এদিন গ্রানাডা রিয়াল বেতিসের সঙ্গে ১-১ গোলে ড্র করে এখনো রেলিগেশনের হুমকির মধ্যে রয়েছে। এদিকে নলিটোর গোল হজম করার পরও গোল রক্ষক নাভাসের পারফর্মেন্সকে অসাধারন বলে উল্লেখ করেছেন কোচ। মৌসুমের শুরুতে টানা ৫ ম্যাচে গোল হজম করেননি তিনি। এ পর্যন্ত ১২ ম্যাচে অংশ নিয়ে মাত্র তিনটি গোল হজম করেছেন ইকার ক্যাসিয়াসের স্থানে আসা এই গোলরক্ষক। ম্যাচের প্রথমার্ধে কোস্টারিকার এই গোল রক্ষক অসাধারন সেভ করেছেন চারটি। এ সময় সেল্টা ত্রয়ী নলিটো, ফ্যাবিয়ান ওরেলানা ও ইয়াগো আসপাসের যৌথ আক্রমণে ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল রিয়ালের রক্ষণভাগ। মৌসুমে ৭ গোল করে রোনালদোর পেছনে থাকা নলিটো বলেন, ‘সতিক্যকার অর্থে নাভাস চারটি নিশ্চিত গোল প্রতিহত করেছেন। তাকে এ জন্য অবশ্যই অভিনন্দন জানানো উচিত। আমি জানি না কিভাবে তিনি সেটি করেছেন। ১০ সদস্য নিয়ে আমরা দলকে যতটুকু সম্ভব এগিয়ে নিতে সক্ষম হয়েছি। হারের পরও এ জন্য আমরা সন্তুষ্ট।’ ২৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে