আবারো শীর্ষে উঠতে ব্যর্থ ইন্টার মিলান
স্পোর্টস ডেস্ক: পালেরমোর সাথে ১-১ গোলে ড্র করে টানা দ্বিতীয় সপ্তাহের মত সিরি-আ টেবিলের শীর্ষে উঠার সুযোগ হাতছাড়া করেছে ইন্টার মিলান। এই ড্রয়ে ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ফিওরেনটিনার থেকে গোল ব্যবধানে পিছিয়ে মিলানের অবস্থান এখনো দ্বিতীয়।
টানা পাঁচ ম্যাচে জয়ের মধ্য দিয়ে ইন্টার এবারের মৌসুম শুরু করেছিল। কিন্তু সম্প্রতী কয়েকটি ম্যাচে ড্রয়ের ফলে তারা শেষ চারটি ম্যাচে মাত্র তিন পয়েন্ট পকেটে পুরেছে। কাউন্টার এ্যাটাক থেকে ৬০ মিনিটে ইভান পেরিসিস দারুন এক গোল করে ডেডলক ভাঙ্গার পাশাপাশি সফরকারী মিলানকে এগিয়ে দেন। কিন্তু মিলানের এই লিড বেশীক্ষন স্থায়ী হয়নি। ইতালির অভিজ্ঞ আলবার্তো গিলারদিনোর ছয় মিনিট পরের গোল পালেরমোর পক্ষে সমতায় ফিরলে হতাশ হতে হয় মিলানকে। মিলানের গোলরক্ষক সামির হানডানোভিচের শতভাগ প্রচেষ্টা গোল আটকাতে পারেনি। এরপর পালেরমোকে ইন্টারের বেশ কয়েকটি আক্রমন আটকাতে ব্যস্ত থাকতে হয়েছে। তাকে ৭৯ মিনিটে সফরকারী ডিফেন্ডার জেইসন মুরিলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ইন্টার দশজনের দলে পরিণত হয়। কিন্তু তারপরেও পালেরমো কোন সফলতা পায়নি। ২০১০ সালের পরে পালেরমোর মাটিতে আরেকবার জিততে ব্যর্থ হলো নেরাজ্জুরিরা।
জুভেন্টাসের সাথে গত সপ্তাহে গোলশুণ্য ড্র করার ম্যাচটি থেকে বেশ কয়েকটি পরিবর্তন কাল মূল একাদশ সাজিয়েছিলেন ইন্টার কোচ রবার্তো মানচিনি। কিন্তু এই ম্যাচেও জিততে না পারায় হতাশা ব্যক্ত করে মানচিনি ইতালিয়ান টেলিভিশনে বলেছেন, ‘প্রথমার্ধে পালেরমো বেশ কয়েকটি সমস্যা সৃষ্টি করেছিল এবং আমরাও সেটা আটকাতেই ব্যস্ত ছিলাম। রক্ষন ও আক্রমন দুইভাগেই আমরা ব্যর্থ ছিলাম। এছাড়া মুরিলোকে হারানোটাও আমাদের দূর্ভাগ্য। কিন্তু জিততে না পারায় আমরা সত্যিই হতাশ।’
দিনের অপর ম্যাচে রাদে ক্রুনিচ ও পিতোর জিয়েলিনিস্কির দুই অর্ধের দুই গোলে জেনোয়ার বিপক্ষে ২-০ গোলের জয় তুয়ে নিয়েছে এম্পোলি। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের মাঝামাঝিতে থাকা এম্পোলির জন্য এই জয়টা জরুরী ছিল। ৪৪ মিনিটে প্রথম গোল করে এম্পোলিকে এগিয়ে দেন ২২ বছর বয়সী বসনিয়ান স্ট্রাইকার ক্রুনিচ। এরপর ৫৭ মিনিটে ২১ বছর বয়সী পোলিশ মিডফিল্ডার জিয়েলিনিস্কি ব্যবধান দ্বিগুন করলে এম্পোলির জয় নিশ্চিত হয়। দুই তরুনের এম্পোলির হয়ে এটাই ছিল মৌসুমের প্রথম গোল।
পিছিয়ে থেকেও ১০জনের কারপির বিপক্ষে ২-১ গোলে জয় নিয়ে টেবিলের তলানি থেকে উঠে এসেছে বোলোগনা। ২৪ মিনিটে গায়েতানো লেতিজিয়ার গোলে এগিয়ে যায় কারপি। কিন্তু ৪৭ মিনিটে ম্যাচে সমতা ফেরান বোলোগনার অধিনায়ক ড্যানিয়েল গাস্টাডেলো। ম্যাচটি যখন নিশ্চিত ড্রয়ের দিকেই এগুচ্ছিল তখন ইনজুরি টাইমে এ্যাডাম মাসিনা গোল করে সফরকারীদের স্বস্তির জয় এনে দেন। এর আগে ৩৮ মিনিটে মিডফিল্ডার লোরেঞ্জো লোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ত্যাগ করলে কারপি দশজনের দলে পরিনত হয়।
২৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ