সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫, ০৮:১৮:৫২

শিরোপা লড়াইয়ে বায়ার্নের কোন প্রতিপক্ষ নেই:আনচেলত্তি

শিরোপা লড়াইয়ে বায়ার্নের কোন প্রতিপক্ষ নেই:আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক: বুন্দেসলীগার শিরোপা লড়াইয়ে বায়ার্নের কোন প্রতিপক্ষ নেই, তাই তাদের খেলাটি উপভোগ করা কঠিন মনে হয় ইতালীয় কোচ কার্লো আনচেলত্তির। ২০১৪-১৫ মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের কোচের পদটি হারানোর পর থেকে এখনো পর্যন্ত বেকার রয়েছেন আনচেলত্তি। তবে চাকরি হারানোর পর থেকে পেপ গার্দিওলার বিদায়ের পর বায়ার্নের কোচের দায়িত্ব গ্রহণের জন্য ক্লাবটির সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন এই ইতালীয়। আগামী জুনে বায়র্নের সঙ্গে গার্দিওলার চুক্তির মেয়াদ শেষ হবে। গত শনিবার বুন্দেসলিগার শততম ম্যাচটি জয়লাভ করেছে ব্যাভারিয়ান জায়ান্টরা। ওই ম্যাচে তারা ৪-০ গোলে কোলোগনাকে পরাজিত করে। এর মাধ্যমে তারা লীগের ১০ম ম্যাচে শতভাগ সফলতা লাভ করে। ঘরোয়া লীগে বায়ার্নের একক এই আধিপত্যের কারণে আনচেলত্তির ক্লাবটির প্রতি আগ্রহ বেড়েছে বলে তিনি জানিয়েছেন। লা গাজেতা ডেলো স্পোর্টকে আনচেলত্তি বলেন, ‘কোন রকম ঝুট ঝামেলা ছাড়াই বুন্দেসলীগার শিরোপা জয় করবে বায়ার্ন। যে কারণে আমি বায়ার্নের খেলা ঠিক উপভোগ করতে পারি না। সেখানে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয় খুবই সামান্য।’ এর আগে আনচেলত্তি নিশ্চিত করেছেন যে আগামী বছরের শুরুতে তিনি ফের কোচিং কার্যক্রম শুরু করতে চান। সে ক্ষেত্রে জাতীয় দলের চেয়ে কোন ক্লাবকেই বেশী গুরুত্ব দিচ্ছেন তিনি। তিনি বলেন, ‘আমি প্রতিদিন মাঠে যেতে পছন্দ করি। সেই সঙ্গে পছন্দের খেলোয়াড়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করি।’ ২৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে