ফিফা সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করলেন টোকিও সেক্সওয়েল
স্পোর্টস ডেস্ক: প্রথম আফ্রিকান হিসেবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পদটিতে আসীন হবার আশায় ফিফা সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করেছেন দক্ষিণ আফ্রিকার টোকিও সেক্সওয়েল। আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার সাথে জাতিগত বৈষম্য দূরীকরনের লড়াইয়ে একইসাথে দীর্ঘদিন জেল খাটার অভিজ্ঞতা রয়েছে সেক্সওয়েলের।
৬২ বছর বয়সী সেক্সওয়েল মূলত একজন রাজনীতিবীদ হিসেবেই সমধিক পরিচিত। একজন ফুটবল সংগঠক হিসেবেও যার সুনাম রয়েছে। তবে দক্ষিণ আফ্রিকার অন্যতম ধনী ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুখ্যাতি তার দীর্ঘদিনের। শনিবার তিনি ফিফা সভাপতি হিসেবে প্রার্থীতা ঘোষনা করায় দক্ষিণ আফ্রিকার ফুটবল দারুন সন্তুষ্ট। আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি সেপ ব্লাটারের উত্তরসুরী খোঁজার জন্য ভোটগ্রহণ হবে। আর সেজন্য প্রার্থীতা ঘোষনা শেষ তারিখ আগামীকাল সোমবার বেঁধে দিয়েছে ফিফা। সেক্সওয়েলের আগে এই পদের জন্য আরো যারা আগ্রহ প্রকাশ করেছেন তাদের মধ্যে রয়েছেন ইউরোপীয়ান ফুটবল প্রধান মিশেল প্লাতিনি, জর্ডানের প্রিন আলি বিন হুসেইন, ত্রিনিদাদ ও টোবাগোর সাবেক অধিনায়ক ডেভিন নাখিদ ও ফিফার সাবেক সহকারী জেনারেল সেক্রেটারী জেরম শ্যাম্পেন।
বর্তমানে অবশ্য সেক্সওয়েল দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফুটবলের সাথে জড়িত নন। তবে দক্ষিণ আফ্রিকার ২০১০ বিশ্বকাপ বিডিং দলের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। পরবর্তীতে বিশ্বকাপ আয়োজক কমিটিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০১০ বিশ্বকাপের পরে তিনি ফিফার এন্টি রেসিসম ও এন্টি ডিসক্রিমিনেশন কমিটিতে নিয়োগ পান। সম্প্রতী ইসরাঈল ও ফিলিস্তিনের ফুটবল নিয়ে আলোচনার জন্য ফিফার প্রতিনিধি দলকে সেক্সওয়েল নেতৃত্ব দিয়েছেন। ফিফার মিডিয়া কমিটিতেও তিনি সদস্য হিসেবে কাজ করছেন।
২৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ