সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫, ১১:০২:৩৩

মুরালিধারণের আবারও অবিশ্বাস্য ভেলকি

মুরালিধারণের আবারও অবিশ্বাস্য ভেলকি

স্পোর্টস ডেস্ক: শ্রীলংকার ক্যান্ডিতে ১৯৭২ সালে জন্ম নেয়া মুরালি তার ক্রিকেট ক্যারিয়ারে কত যে রেকর্ড রয়েছে তার সবগুলো হয়তো মনে রাখাই দায়। ক্রিকেট ইতিহাসে তিনি সফলতম একজন স্পিনার এবং সফলতম সিংহলী প্লেয়ার হিসেবে পরিচিত। ক্রিকেট মাঠে ব্যাটসম্যানদের হৃদপিন্ড কাঁপিয়ে তিনি এখন অবসরে। তবে অবসরে গেলেও তার স্পিন যাদু কিন্তু থেমে নেই। গত কয়েকদিন আগে ইউটিউবে প্রকাশ পাওয়া ভিডিওতে দেখা যায় এই স্পিন যাদুকরের অবিশ্বাস্য যাদু। ভিডিওটিতে দেখা যায়- স্ট্যাম্পের উপর একটি গ্লাস রাখা এবং সেই গ্লাসটির উপর একটি খুব সরু পাতের মত অংশ। আর সেই সরু পাতের অংশটি বল করে ফেলে দিতে হবে, প্রথম চেষ্টায় সরু অংশটি ফেলতে না পারলেও দ্বিতীয় চেষ্টায় সুন্দর নিখুতভাবে মুরালি তার স্পিনের যাদুতে সেই সরু অংশটি ফেলে দিয়ে আবারও তার স্পিনের যাদু দেখান। তার ক্যারিয়ারের রেকর্ডের দিকে তাকালে দেখা যায়- ডানহাতি অফ স্পিনার এই বোলারের- টেস্ট ক্রিকেটে অভিষেক- ১৯৯২, কলম্বো, অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা। টোয়েন্টি-২০ ক্রিকেটে অভিষেক- ওয়েলিংটন, নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা। ওয়ানডে ক্রিকেটে অভিষেক- ১৯৯৩, কলম্বো, শ্রীলঙ্কা বনাম ভারত। টেস্ট ক্রিকেটে বোলিং ক্যারিয়ার- ১৩৩ ম্যাচ, ২২৮ ইনিংস, ৮০০ উইকেট। ওয়ানডে ক্রিকেটে বোলিং ক্যারিয়ার-৩৩৭ ম্যাচ, ৫১৫ উইকেট।টোয়েন্টি-২০ ক্রিকেটে বোলিং ক্যারিয়ার-১১ ম্যাচ, ১৩ উইকেট। সর্বোচ্চ টেস্ট উইকেট- ১০ উইকেট ২২ বার, পাঁচ উইকেট ৬৬ বার। সর্বোচ্চ ওয়ানডে উইকেট- পাঁচ উইকেট ১০ বার। ২৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে