সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫, ১১:৫১:৩২

জরিমানার মুখে ওয়াহাব রিয়াজ

জরিমানার মুখে ওয়াহাব রিয়াজ

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ এবার জরিমানার মুখে পড়তে যাচ্ছে। ইংল্যান্ডের বিপক্ষে চলতি দুবাই টেস্টের চতর্থ দিন বিকেলে পানি পানের বিরতির ঠিক আগে ইংলিশ ক্রিকেটার জো রুটের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। ফিল্ডিংয়ের সময় হাত দিয়ে বল ছুড়ে না মেরে, বার বার বুটের ধাক্কায় সেটি উইকেটকিপারের কাচে পৌঁছে দেন ওয়াহাব, দুই হাত ঘামে ভেজা থাকায় এমনটি করেছেন বলে অঙ্গভঙ্গি করেন ওয়াহাব। এটা নিয়েই আম্পায়ারের কাচে অভিযোগ জানান ব্যাটসম্যান জো রুট। এরপর তারা বাদানুবাদে জড়িয়ে পড়েন। ওখানেই শেষ নয়। ইংল্যান্ড টিমের দাবি সেসময় ইচ্ছা করেই একবার বলের উপর দাঁড়িয়ে পড়েছিলেন ওয়াহাব। আর সেই কারণেই দিনের খেলা শেষে ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফটের কাচে অভিযোগ জানিয়েছেন ইংল্যান্ডের কোচ ট্রেভর বেলিস। মূলত বল টেম্পারিংয়ের এই অভিযোগেই তিনি এখন জরিমানার মুখে পড়েছেন। আর ইংল্যান্ডের সহকারি কোচ পল ফারব্রেসও খোঁচা দিতে ছাড়েননি ওয়াহাবকে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘খেলার মাঠে মাঝে মধ্যে এমন বাদানুবাদ হয়েই থাকে। এটা আম্পায়াররা সামলান, আর ওয়াহাব নিশ্চয়ই তার ফুটবল স্কিলের কারণে আগামী মৌসুমে চেলসির সাথে চুক্তিবদ্ধ হবে না! যেটা গেছে, সেটা গেছে। আপাতত এটা এখানেই শেষ!’ ২৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে