সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫, ১২:৫৫:১৩

পেসার আল আমিনের ভাগ্যের চাকা খুলতে যাচ্ছে

পেসার আল আমিনের ভাগ্যের চাকা খুলতে যাচ্ছে

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মেধাবী পেসার আল আমিন গত ক্রিকেট বিশ্বকাপ থেকে রহস্যজনক কারণে দল থেকে ছিটকে যান। এর পর তিনি ‘এ’ দলে খেললেও জাতীয় দলে ফেরাটা তার জন্য সহজ ছিল না। কিন্তু শেষ পর্যন্ত হাল ছাড়েননি আল আমিন। জাতীয় দলে পুনরায় নিজের জায়গা ফিরে পেতে চেষ্টা চালিয়ে গেছেন তিনি। সর্বশেষ ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফরেও করেছেন দারুণ বোলিং। আর জাতীয় দলের নিয়মিত পেসার রুবেল হোসেন ইনজুরিতে, কিছুটা শঙ্কা আছে তাসকিন আহমেদ ও মাশরাফি বিন মুর্তজাকে নিয়েও। তাই আগামীকাল মঙ্গলবার জিম্বাবুয়ে সিরিজের জন্য ঘোষিত হতে যাওয়া বাংলাদেশ দলের স্কোয়াডে আল আমিনের জায়গা পাওয়া মোটামুটি নিশ্চিতই বলা যায়। নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সোমবার সকালেই দিয়েছিলেন এমন আভাস। এরপর সেদিন সন্ধ্যাবেলাতেই বিসিবির পক্ষ থেকে ইমেইলের মাধ্যমে সংবাদমাধ্যমকে জানানো হয় দক্ষিণ আফ্রিকা থেকে ‘এ’ দলের সাথে জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না আল আমিন, আরো পাঁচ ক্রিকেটারের সাথে ফিরছেন বাংলাদেশে। এদের মধ্যে সাব্বির রহমান, সৌম্য সরকার, লিটন কুমার দাস ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ। তাই ধরে নেওয়া যায় আল আমিনের সাথে ওয়ানডে দলে আরো থাকছেন বিপিএলে। ২৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে