সেঞ্চুরি হাঁকিয়েই সুখবর পেলেন ছক্কা নাঈম
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের মারকুটে ব্যাটসম্যান নাঈম ইসলাম অনেক দিন থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন। তবে চলতি জাতীয় ক্রিকেট লিগে রবিবার পঞ্চম রাউণ্ডের খেলায় সেঞ্চুরি করেছেন তিনি। ঢাকা বিভাগের বিপক্ষে রংপুর বিভাগের হয়ে তার এই সেঞ্চুরিই থাকে দিয়েছে সুখবর। প্রায় বছর দেড়েক ধরে জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার ডাক পেয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে জিম্বাবুয়ে সফরের।
নাঈম ইসলাম ছাড়াও জিম্বাবুয়ে সফরে ‘এ’ দলের সাথে আরো যোগ দেবেন তাসামুল হক, নুরুল হাসান সোহান, দেওয়ান সাব্বির ও মুক্তার আলি। আর দক্ষিণ আফ্রিকা সফর শেষে ‘এ’ দল থেকে ফিরে আসছেন সাব্বির রহমান, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আল আমিন হোসেন, কামরুল হাসান রাব্বি ও জুবায়ের হোসেন লিখন।
উল্লেখ্য, নাঈম ইসলামের ২০০৮ সালের ৯ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই ও ওই সিরিজেই টেস্ট অভিষেক হয়। তিনিই প্রথম কোন বাংলাদেশী হিসেবে ক্রিকেট মাঠে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছেন।
২৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ
�