সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫, ০১:২৮:০৭

রক্ত ঝরিয়েও পারলেন না ওয়েন রুনি

রক্ত ঝরিয়েও পারলেন না ওয়েন রুনি

স্পোর্টস ডেস্ক: রোববার ডার্বিতে মুখোমুখি হয় প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট ম্যানচেস্টার সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত এই ম্যাচটির পুরো সময় জুড়ে উত্তাপ ছড়ালেও শেষ পর্যন্ত গোলশুন্য ড্রয়ে শেষ হয় ইপিএলের মর্যাদার এই মর্যাদার লড়াই। এই ম্যাচেই রক্ত ঝরেছে ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ওয়েন রুনির। সিটির অধিনায়ক ভিনসেন্ট কোম্পানির সাথে আঘাত পেলে মাথা থেকে রক্ত ঝরতে শুরু করে তার। এরপর সাময়িক চিকিৎসার পর আবার খেলা শুরু করেন তিনি। কিন্তু এদিন নিজেকে মেলে ধরতে পারেননি ওয়েন রুনি। অথচ একদিন আগে শনিবার ছিল তার ত্রিশতম জন্মদিন। যে কারণে ম্যানচেস্টার ডার্বিতে জিতে কিংবা গোল করে দলে ভুমিকা রাখার দারুণ সুযোগ ছিল তার। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থতাকেই মেনে নিতে হলো ইংলিশ ফুটবলারের। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এটা তৃতীয় ম্যানচেস্টার ডার্বি যা গোলশুন্যভাবে ড্র হয়েছে। সবধরণের প্রতিযোগীতায় সর্বশেষ ১৩ ডার্বি ম্যাচের মধ্যে এটাই প্রথম ড্র।প্রিমিয়ার লিগে শেষ ৬১ ম্যাচের মধ্যে এটাই ম্যানচেস্টার সিটির প্রথম গোরশুন্য ড্র হওয়া ম্যাচ। আর আগে গোলশুন্য ড্র হওয়া ম্যাচটি ছিল ২০১৪ সালের নভেম্বরে। সেবার নরউইচ সিটির বিপক্ষে গোরশুন্য ড্র করেছিল তারা। ম্যাচ শেষে সিটির কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি বলেন, ‘সমর্থকদের জন্য এটা হতাশার এবং আকর্ষনহীন একটি ম্যাচ। সবসময়ই বিশ্বাস করি যে দল হিসেবে আমরা সৃষ্টিশীল কিন্তু আজ সেটা হতে পারিনি।’ সূত্র : বিবিসি, ডেইলি মেইল ২৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে