সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫, ০৩:০৩:৫৮

বিপিএলে বাঁহাতি স্পিনারদের ছড়াছড়িতে কোচের দায়িত্ব পাচ্ছেন রফিক

বিপিএলে বাঁহাতি স্পিনারদের ছড়াছড়িতে কোচের দায়িত্ব পাচ্ছেন রফিক

স্পোর্টস ডেস্ক: এবারের বিপিএল টুর্নামেন্টে বাহাতি স্পিনারের ছড়াছড়ি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৬ ফ্রাঞ্চাইজিতেইও বাঁহাতি বোলারের ছড়াছড়ি।সব দলেই অন্তত একজন করে বাংলাদেশি বাহাতি স্পিনার আছেন। আর সবচেয়ে বেশি ৪ বাহাতি স্পিনারের দল রংপুর রাইডার্স। আর এই বাহাতি স্পিনারদের জোয়ারটা যার অনুপ্রেরণায় শুরু হয়েছিল তিনি মোহাম্মদ রফিক। জাতীয় দলের এই সাবেক ক্রিকেটার এবার আসছেন নতুন ভূমিকায়। বিপিএলে রংপুর রাইডার্সের সহকারি কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন তিনি। আইকন ক্রিকেটার সাকিব আল হাসান ছাড়াও রংপুর দলে আছেন আরো তিন বাহাতি স্পিনার, আরাফাত সানি, সাকলাইন সজিব এবং মুরাদ খান। তাই বোলিং কোচ হিসেবে মোহাম্মদ রফিকের চেয়ে ভাল পছন্দ আর কে ই বা হতে পারতো? তবে প্রধান কোচ হিসেবে রংপুর পেতে চায় হাই প্রোফাইল বিদেশি কোন কোচকে। রংপুর রাইডার্সের ফ্রাঞ্চাইজি চেয়্যারম্যান মুস্তফা রফিকুল ইসলাম সময় টেলিভিশনকে জানান, ‘হেড কোচ হিসেবে একজন হাই প্রোফাইল কোচ আসছেন। আর সহকারি কোচ হিসেবে পেয়েছি মোহাম্মদ রফিককে। উনি আমাদের দলের বোলিং কোচিং এর দায়িত্ব নেবেন।’ ২৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে