সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫, ০৩:৩৪:৪৪

মাঠকর্মী পেটানোর ঘটনায় বিসিবিতে তোলপাড়!

মাঠকর্মী পেটানোর ঘটনায় বিসিবিতে তোলপাড়!

স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগের ১৭ তম আসরে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে একজন উর্ধ্বতন কর্মকর্তার দ্বারা মাঠ কর্মী লাঞ্ছিত হওয়ার ঘটনায় বিসিবি জুড়ে তোলপাড় শুরু হয়েছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইড ইএসপিএন ক্রিকইনফো সর্বপ্রথম ঘটনাটি প্রকাশ করে। আর চাঞ্চল্যকর এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) পক্ষ থেকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার বিবরণে বলা হয়েছে, ‘শনিবার কামরুজ্জামান স্টেডিয়ামে চলছিল বরিশাল ও রাজশাহীর ম্যাচ। রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ জামাল জাতীয় লিগের পঞ্চম রাউন্ডের প্রথম দিন শেষে মাঠ কর্মী রাসেলকে তার রুমে ডেকে পাঠান। জানতে চান, মাঠে কেন বারবার পানি ছিটানো হয়েছে। আর এর ফলে ওই দিনের রাজশাহী বিভাগের ব্যাটিংয়ে সমস্যা হয়েছে। মাঠ কর্মী রাসেল এই অভিযোগ অস্বীকার করলে মাহমুদ জামাল তাকে চড় দেন এবং ঘাড় ধরে রুম থেকে বের করেন এবং অন্যান্য মাঠ কর্মীদেরও সতর্ক করেন। বিষয়টি নিয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘এটা খুবই দুঃখজনক এবং মানবতাবিরোধী কাজ। কোন সমস্যা থাকলে সে (জামাল) কমিটির কাছে তার অভিযোগ দিতে পারতো। সে তার নিজের হাতে আইন তুলে নিতে পারেনা। আমরা এটার শক্ত বিচার করবো।’ বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, ‘সোমবার এ ব্যাপারে মাহমুদ জামালের সাথে বিসিবির পক্ষ থেকে কথা বলা হবে। সোমবারই এই ব্যাপারে একটা সূরাহা হয়ে যাওয়ার কথা।’ ২৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে